বিলাসবহুল মার্সিডিজ়ের মধ্যে শুয়ে রয়েছেন যুবক। গাড়িটির উপর ঝপাঝপ পড়ছে মাটি। গাড়িসমেত জীবন্ত অবস্থায় কবরে দেওয়ার প্রস্তুতি চলছে ওই তরুণকে। রুশ নেটপ্রভাবী ও বিষয়স্রষ্টার এই স্টান্টের সেই ভিডিয়ো ছড়িয়ে পড়েছে নেটমাধ্যমে। ভিডিয়োটি প্রকাশ্যে আসার সঙ্গে সঙ্গেই তা সমাজমাধ্যমে ঝড় তুলেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। ভিডিয়োটি নেটাগরিকদের নজর কাড়লেও বিতর্কেরও জন্ম দিয়েছে। ভাইরাল এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
আরও পড়ুন:
ইনস্টাগ্রামের চেরোতারেভ এভগেনি নামের নিজের অ্যাকাউন্ট থেকে ভিডিয়োটি পোস্ট করেছেন রুশ তরুণ। তিনি প্রায়শই এই ধরনের ভয়াবহ ও বিপজ্জনক স্টান্টের ভিডিয়ো পোস্ট করে থাকেন ইনস্টাগ্রামে। ভাইরাল হওয়া এই ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি বিশাল গর্তের মধ্যে গাড়ি নিয়ে নামছেন ওই তরুণ। সেই গর্তে গাড়িসমেত ঢুকে পড়ে গাড়িতেই বসে থাকেন তিনি। সেই অবস্থায় গাড়ির উপর মাটি ফেলতে দেখা যায় কয়েক জনকে। এর পর একটি মাটি কাটার যন্ত্র এনে গাড়িসমেত যুবককে মাটি চাপা দিয়ে দেওয়া হয়। অক্সিজেনের অভাব ও টন টন মাটি চাপা পড়া দেখেও ক্যামেরার সামনে নির্বিকার ছিলেন ওই তরুণ নেটপ্রভাবী। হাতের মদের বোতল নিয়ে হাসতেও দেখা গিয়েছে তাঁকে।
পোস্টটি দেখে মিশ্র প্রতিক্রিয়া দিয়েছেন নেটাগরিকরা। অনেক দর্শক এই স্টান্টটিকে দেখে বেপরোয়া এবং বোকামি বলে নিন্দা করেছেন। অনেকে নেটপ্রভাবীর এই বিপজ্জনক কাজের উদ্দেশ্য নিয়েও প্রশ্ন তুলেছেন। কয়েক জন আবার তাঁর নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তবে সমালোচনা ও বিতর্কের মধ্যেই ভিডিয়োটি ১০ কোটি বার দেখা হয়েছে। প্রায় ৩৪ লক্ষের বেশি মানুষ এই ভিডিয়োয় ভালবাসার চিহ্ন এঁকে দিয়েছেন।