
গুজরাতের জামনগর থেকে মার্চের ২৯ তারিখ হেঁটে যাত্রা শুরু করেছিলেন। রবিবার শেষ হল সেই ‘অনন্ত-যাত্রা’। ১৪০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে ৬ এপ্রিল দ্বারকা পৌঁছোন দেশের অন্যতম বিত্তশালী ব্যবসায়ী মুকেশ অম্বানীর কনিষ্ঠ পুত্র অনন্ত অম্বানী। রবিবার, অর্থাৎ রামনবমীর দিন হেঁটে দ্বারকায় প্রবেশ করেন অনন্ত। শেষ করেন তাঁর আধ্যাত্মিক পদযাত্রা। ঘটনাচক্রে, হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী সে দিন তাঁর জন্মদিনও ছিল। দ্বারকা পৌঁছে দ্বারকাধীশের দর্শন করেন অনন্ত। মাথা হেঁট করেন ভগবানের কাছে।

অনন্তের পৈতৃক বাড়ি এবং কর্মভূমি জামনগর থেকে ভারতের অন্যতম পবিত্র শহর দ্বারকা পর্যন্ত যাত্রাপথ প্রায় ১৪০ কিলোমিটারের। ২৯ মার্চ যাত্রা শুরু করার পর থেকে প্রতি দিন গড়ে প্রায় ১২ থেকে ১৫ কিলোমিটার পথ হেঁটেছিলেন ৩০ বছর বয়সি অনন্ত। প্রতি রাতে প্রায় সাত ঘণ্টা করে হেঁটেছিলেন তিনি। অনন্তের সঙ্গে ছিলেন তাঁর কয়েক জন ঘনিষ্ঠ এবং নিরাপত্তারক্ষীরা। তবে অনন্তের এই পদযাত্রায় কোনও রাজকীয়তা ছিল না, ছিল না কোনও আড়ম্বর বা জনকোলাহল। যাত্রা ছিল নীরব, নির্জন, শান্ত। যাত্রা ছিল তাঁর ‘ঈশ্বরের সঙ্গে একাত্ম হওয়া’র। ঈশ্বরের প্রতি আস্থা এবং শ্রদ্ধা থেকেই ওই যাত্রা শুরু করেছিলেন অনন্ত।