মাঠে জমজামটি মেলা বসেছে। আমোদের সঙ্গে নানা ধরনের মজার রাইডে চড়ছেন বহু মানুষ। একটি কুকুরেরও ইচ্ছা হল মানুষের মতো রাইডে চড়ার। সারমেয়টি সিঁড়ি বেয়ে উঠে গেল জয় রাইডে। মজা পরিণত হল সাজায়! গোল গোল ঘুরে চলা জয় রাইডে উঠে বিপাকে পড়ল বেচারা কুকুর। তাকে বাঁচানোর জন্য এগিয়ে এল দু’জন তরুণ। সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন। ঘটনাটি কোথায় ঘটেছে এবং কে বা কারা সেই ঘটনাটি ক্যামেরাবন্দি করেছেন তা-ও সেই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।
আরও পড়ুন:
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, মেলায় মানুষের ঢল। মানুষের ভিড়ের মাঝে ঘুরে বেড়াচ্ছে একটি চারপেয়ে। বিশেষ ধরনের একটি নাগরদোলনার সামনে গিয়ে দাঁড়াল সে। রাইডটি তখন পুরোদমে ঘুরপাক খাচ্ছে। সেই রাইডে চড়ার মজা নিচ্ছেন বেশ কয়েক জন মানুষ। কুকুরটিরও তাঁদের মজার ভাগীদার হওয়ার ইচ্ছা হল। সিঁড়ি বেয়ে উঠে গেল সে রাইডটির উপর। কিন্তু কুকুরটি সেই জয় রাইডে ওঠার আগে রাইডটির গতির ব্যাপারে আন্দাজ করতে পারেনি। জয় রাইডটির নীচের চাকতিতে পা রাখতেই বন বন করে ঘুরতে থাকল সে। করুণ দু’চোখে দেখা গেল ভয়ের ছাপ। ভীত কুকুরটিকে বাঁচাতে এগিয়ে গেল দু’জন তরুণ। তাঁরাও কুকুরটির সঙ্গে চাকতির উপর বসে ঘুরল। কুকুরটিও চুপটি করে বসে রইল তাঁর দুপেয়ে সঙ্গীদের সঙ্গে। কুকুরের চোখে ফুটে ওঠা ভয়ের মেঘ কেটে গিয়ে নেমে এল স্বস্তি। রাইড থেমে গেলে অন্যদের সঙ্গে সিঁড়ি বেয়ে কুকুরটিও নীচে নেমে এল। সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়।
আরও পড়ুন:
‘দ্য ডেভিল’ নামের এক্স অ্যাকাউন্ট থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি ভাইরালও হয়েছে। ইতিমধ্যে প্রচুর নেটাগরিক ভিডিয়োটিতে লাইক ও কমেন্ট করেছেন। নেটাগরিকেরা নানা রকম সুন্দর মন্তব্য করে মন্তব্যবাক্স ভরিয়ে তুলেছেন। নেটাগরিকদের একাংশ ভিডিয়োটিতে থাকা দুই তরুণের অসহায় কুকুরটিকে সাহায্য করার প্রশংসা করেছেন।