জলে নেমে গোসাপকে হত্যা করার জন্য উঠেপড়ে লাগল একটি কুকুর। গোসাপের গলায় তীক্ষ্ণ দাঁতের কামড় বসাল কুকুরটি। তার পর চলল ধুন্ধুমার লড়াই। কেউই হার মেনে নিতে রাজি নয়। কুকুরটি গোসাপের গলায় কামড় বসিয়ে মাথা ঝাঁকাতে লাগল। গোসাপটির অবস্থা প্রায় যায় যায়। কিন্তু তা-ও সে একটি ‘গৃহপালিত পশু’র কাছে প্রাণ হারাতে রাজি নয়। সে-ও কুকুরটির গায়ে অনবরত লেজের বাড়ি মারতে থাকে। ভয়ঙ্কর যুদ্ধের সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কোথায় ঘটেছে তা-ও সেই ভিডিয়ো থেকে স্পষ্ট ভাবে জানা যায়নি।
আরও পড়ুন:
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি জলাধারে শরীরের অর্ধেক ডুবিয়ে দাঁড়িয়ে রয়েছে একটি কুকুর। তার মুখে রয়েছে একটি বিশাল আকৃতির গোসাপ। গোসাপটির টুঁটিতে কামড় বসিয়েছে সারমেয়টি। গোসাপটি ব্যথায় ছটফট করছে, চেষ্টা করছে কুকুরের তীক্ষ্ণ দাঁতের কামড় থেকে নিজেকে মুক্ত করার। কিন্তু কুকুরটিও নাছোড়বান্দা, কষ্ট করে শিকার করা ভয়ঙ্কর সরীসৃপটিকে ছাড়তে রাজি নয় সে। গোসাপের গলায় দাঁত বসিয়ে নিজের মাথাটা সজোরে ঝাঁকাতে থাকে সারমেয়টি। গোসাপটিও নিজের লম্বা লেজ দিয়ে কুকুরটির গায়ে বার বার বাড়ি মারতে থাকে। কিন্তু লাভের লাভ কিছু হল না। গলার কাছে কামড়ে ধরেই গোসাপটিকে জল থেকে ডাঙায় নিয়ে এল কুকুরটি। গোসাপটি তখনও নিজেকে ছাড়ানোর জন্য লড়াই চালিয়ে গেল, তবে কুকুরের কামড়ের জোরের সামনে তার গায়ের জোর তুচ্ছ। শেষরক্ষা হল না। কিন্তু সেই লড়াইয়ে শেষমেশ কে জিতল সেটি অবশ্য সেই ভিডিয়ো থেকে জানতে পারা যায়নি। সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়।
আরও পড়ুন:
‘সারকাসমিকগাগ’ নামের ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি ভাইরালও হয়েছে। প্রচুর নেটাগরিক ভিডিয়োটিতে লাইক ও কমেন্ট করেছেন। ইতিমধ্যে প্রায় আড়াই লক্ষ নেটাগরিক ভিডিয়োটিতে প্রতিক্রিয়া জানিয়েছেন। নেটাগরিকেরা দুটো দলে ভাগ হয়ে গিয়েছেন। একদল কুকুরটির পক্ষে থাকলেও, একদল চেয়েছেন শেষমেষ যেন গোসাপটিরই জিত হয়।