জলাধারের পাশে মাথা উঁচিয়ে শুয়ে রয়েছে সারি সারি সিল। তাদের সামনে বসে রয়েছে একটি বিড়াল। ক্যামেরার আড়ালে দাঁড়িয়ে এক জন সিলগুলিকে মাছ দিচ্ছে। বিড়ালটি ফন্দি আঁটছে সেই মাছ লুফে খাওয়ার। কিন্তু কোনও বারই সেই মাছ তার মুখে আসছে না। তাই চটে গিয়ে তার সামনে মাথা উঁচু করে শুয়ে থাকা সিলকে একটা চড় মেরে দেয় বিড়ালটি। মজার সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কোথায় ঘটেছে তা-ও সেই ভিডিয়ো থেকে স্পষ্ট ভাবে জানা যায়নি।
আরও পড়ুন:
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি জলাধারের পাশে বসে রয়েছে একটি বিড়াল। তার সামনে মাথা তুলে শুয়ে রয়েছে অনেকগুলি সিল। ক্যামেরার আড়ালে থাকা এক ব্যক্তি সেই সিলদের মাছ ছুড়ে খেতে দিচ্ছে। বিড়ালটিরও নজর সেই মাছের দিকে। সিলের চোখকে ফাঁকি দিয়ে সেই মাছ নিয়ে কেটে পড়ার ধান্দায় রয়েছে ‘দুষ্টু’ মার্জারটি। কিন্তু সিলদের লোফার দক্ষতার সঙ্গে পেরে উঠছে না সে। যত বারই বিড়ালটি মুখ তুলে মাছ ধরতে যাচ্ছে, তত বারই বিফল হচ্ছে। তাই রেগে গিয়ে সামনের সিলটির মুখের পাশে এক চড় বসায় বিড়ালটি। ক্ষুধার্ত বিড়ালের ছোট্ট থাবার বাড়ি খেয়ে হকচকিয়ে যায় সিলটি। আবার মাছের টুকরো ছোড়া হয়, এ বারও সেটি বিড়ালটির নাগালের বাইরে চলে যায়। মুখে পড়ল অন্য একটি সিলের, তবে পুনরায় বিড়ালের থাবার বাড়ি খেল তার সামনে বসে থাকা সিলটি। বিড়ালটি এর পর একটু সামনের দিকে এগিয়ে বসে যাতে এ বার মাছের টুকরো তার মুখে ছাড়া আর অন্য কোথাও না পড়ে। কিন্তু লাভের লাভ কিছুই হয় না। আবার মাছ পেল অন্য এক সিল, বিড়ালের চড়ও খেল অপর একটি সিল। বেচারা বিড়াল এক পাক্ষিক মারামারি করতে করতে ক্লান্ত হয়ে গিয়ে ফাকা পেট আর ভাঙা মন নিয়ে চুপটি করে বসে রইল। মজার সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়।
আরও পড়ুন:
আরও পড়ুন:
‘কেডিমেন্টাল’ নামের ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি ভাইরালও হয়েছে। প্রচুর নেটাগরিক ভিডিয়োটিতে লাইক ও কমেন্ট করেছেন। ইতিমধ্যে প্রায় ৮৪ হাজারেরও বেশি নেটাগরিক ভিডিয়োটিতে ভালবাসা এঁকে দিয়েছেন।