খাঁচায় সঙ্গিনীর সঙ্গে বন্দি রয়েছে মারমট। খাঁচার ভিতর একান্তে সময় কাটাচ্ছে দু’জনে। একে অপরের ঠোঁটে ঠোঁট ডুবিয়ে চুমু খাচ্ছে তারা। সমাজমাধ্যমে এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
‘ভোগগ্রাম’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, কোনও এক চিড়িয়াখানায় একটি খাঁচার ভিতর মুখোমুখি দাঁড়িয়ে রয়েছে দু’টি মারমট। একে অপরের ঠোঁটে ঠোঁট রেখে ভালবাসায় ডুবে গিয়েছে তারা। সঙ্গিনীকে চুমু খাওয়ার পাশাপাশি তার সারা শরীরে হাত বুলিয়ে আদরও করে দিচ্ছে মারমটটি।
চিড়িয়াখানায় ঘুরতে গিয়ে এই দৃশ্য ক্যামেরাবন্দি করেছেন এক প্রত্যক্ষদর্শী। এই ঘটনাটি কোন চিড়িয়াখানায় ঘটেছে তা অবশ্য জানা যায়নি। তবে ভিডিয়োয় ভালবাসার চিহ্ন এঁকে দিয়েছেন নেটাগরিকদের একাংশ। এক জন নেটব্যবহারকারী লিখেছেন, ‘‘ভিডিয়োটি খুব মিষ্টি। মন ভরে সঙ্গিনীকে আদর করছে মারমটটি।’’
আরও পড়ুন:
মারমট এক ধরনের কাঠবিড়ালি জাতীয় প্রাণী। সাধারণত এশিয়া, ইউরোপ এবং উত্তর আমেরিকায় এদের দেখা পাওয়া যায়। গ্রীষ্মকালে তারা গোষ্ঠীবদ্ধ ভাবে থাকলেও ঠান্ডা পড়লে তারা শীতঘুমে চলে যায়। সাধারণত ভারতের লাদাখে এই প্রাণীর দেখা পাওয়া যায়।