রাস্তার উপর কুচি কুচি করে পড়ে রয়েছে ১০, ২০, ৫০, ১০০, ৫০০ টাকার নোট! ছবি: ইনস্টাগ্রাম।
রাস্তার উপর কুচি কুচি করে পড়ে রয়েছে ১০, ২০, ৫০, ১০০, ৫০০ টাকার নোট! এমন দৃশ্যই চোখে পড়ল উত্তরপ্রদেশের কানপুর জেলার আরাউল থানার মেদুয়া গ্রামে। মেদুয়া গ্রাম সংলগ্ন জাতীয় সড়কের উপর শুক্রবার তিনটি ব্যাগ পড়ে থাকতে দেখেন গ্রামবাসীরা। সেই ব্যাগ তিনটি খুলতেই বেরিয়ে আসে কুচি কুচি করা ১০, ২০, ৫০, ১০০, ৫০০ টাকার বহু নোট। পুরো ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই সমাজমাধ্যমে প্রকাশ্যে এসেছে। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।
উল্লেখ্য, নষ্ট করে ফেলে রাখা টাকার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছন বিলহাউরের সহকারী জেলাশাসক এবং পুলিশের ঊর্ধ্বতন আধিকারিকেরা। ঘটনাস্থলে পৌঁছন সমাজবাদী পার্টির নেতা রচনা সিংহ। টুকরো টুকরো নোটগুলি রাস্তার উপরে পড়ে থাকার ঘটনা ক্যামেরাবন্দি করেন তিনি। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, জাতীয় সড়কের এক ধারে কুচি কুচি করা অনেক নোট পড়ে রয়েছে। সেই নোটের টুকরোগুলি নেড়েচেড়ে দেখছেন স্থানীয়েরা। সরকারি আধিকারিকেরাও ঘটনাস্থলে উপস্থিত হন।
উল্লেখ্য, পুলিশ শুক্রবারই বস্তা তিনটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। কে বা কারা ওই নোটগুলি কুচিয়ে রাস্তার উপর ফেলে রেখে গিয়েছে, তা নিয়ে তদন্ত শুরু হয়েছে। নোটগুলি নকল কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে।
এ প্রসঙ্গে পুলিশের অতিরিক্ত ডেপুটি কমিশনার (পশ্চিম) বিজেন্দ্র দ্বিবেদী বলেন, “আরাউল থানা এলাকার মেদুয়া গ্রামের কাছে রাস্তার উপর টুকরো টুকরো করা নোটগুলি উদ্ধার হয়েছে। বিষয়টি নিয়ে স্থানীয় ব্যাঙ্কগুলিকে জানানো হয়েছে। ফরেনসিক দল তদন্ত চালাচ্ছে এবং নোটের টুকরোগুলি পরীক্ষাগারে পাঠানো হচ্ছে। তদন্ত শেষ হলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।”
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy