রাস্তার মধ্যে মারধর। ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।
সকালবেলার ব্যস্ত রাস্তা। রাস্তা দিয়ে একের পর এক গাড়ি ছুটে যাচ্ছে। কিন্তু তাতে কোনও ভ্রুক্ষেপ নেই চার-পাঁচ জনের। কারণ রাস্তার ধারে তখন ‘যু্দ্ধে’ ব্যস্ত সকলে। তাঁদের হাতে রয়েছে একই রকম অস্ত্র— হাওয়াই চটি। হাতের নাগালে যাঁকে পাওয়া যাচ্ছে তাঁকে ধরেই চলছে মার। কখনও চটি দিয়ে গালে মারা হচ্ছে।
কখনও বা ঘাড় ধরে দেওয়া হচ্ছে একের পর এক চাঁটি। মাঝে এক মহিলা মারপিট থামাতে এলেও থামেননি কেউই। বরং তার পরেও মারপিট চালিয়ে যেতে থাকেন তাঁরা। এই ঘটনাটির ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে (যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)।
कोई बता सकता है कि लखनऊ में हुई इस चप्पल वॉर में “मारे देओ” और “मारो” कुल कितनी बार बोला गया? pic.twitter.com/nytbTGE9DT
— SANJAY TRIPATHI (@sanjayjourno) July 25, 2024
বৃহস্পতিবার সকাল ৯টা নাগাদ উত্তরপ্রদেশের লখনউয়ের ব্যস্ত রাস্তায় এই ঘটনাটি ঘটেছে বলে জানা গিয়েছে। তবে তাঁদের মধ্যে ঠিক কী কারণে অশান্তি তা জানা যায়নি। নেটব্যবহারকারীদের একাংশ এই ভিডিয়োটি দেখে হেসে গড়াগড়ি খেয়েছেন বলে তাঁদের দাবি।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy