অঙ্ক পরীক্ষা চলাকালীন ব্ল্যাকবোর্ডে উত্তর লিখে দিচ্ছেন শিক্ষিকা। আর তা দেখে দেখে খাতা ভরাচ্ছে খুদে পড়ুয়ারা। এমনই এক চাঞ্চল্যকর ভিডিয়ো প্রকাশ্যে এসেছে সম্প্রতি। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। ভিডিয়োটিকে কেন্দ্র করে হইচইও পড়েছে। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের বেতুল জেলার এক প্রাথমিক বিদ্যালয়ে। ভিডিয়োটি প্রকাশ্যে আসার পর ইতিমধ্যেই ওই শিক্ষিকাকে সাসপেন্ড (নিলম্বিত) করা হয়েছে বলে খবর। তদন্ত শুরু হয়েছে বিষয়টি নিয়ে।
আরও পড়ুন:
প্রতিবেদন অনুযায়ী, ঘটনাটি ঘটেছে গত ২৫ ফেব্রুয়ারি। অভিযোগ, অঙ্ক পরীক্ষা চলাকালীন বেতুলের ওই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা সঙ্গীতা বিশ্বকর্মা ব্ল্যাকবোর্ডে অঙ্ক প্রশ্নের উত্তর লিখে দেন। দেখে দেখে সেগুলি খাতায় লিখে নেয় পড়ুয়ারা। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।
ভিডিয়োটি প্রকাশ্যে আসতেই বিষয়টি জেলা প্রশাসনের নজরে পড়ে। বেতুলের জেলাশাসক নরেন্দ্রকুমার সূর্যবংশী বিষয়টি নিয়ে জরুরি তদন্তের নির্দেশ দেন। তদন্তের সময় অভিযোগ সত্য প্রমাণিত হওয়ায় সঙ্গীতাকে নিলম্বিত করা হয় বলে খবর।
আরও পড়ুন:
আদিবাসী বিষয়ক দফতরের সহকারী কমিশনার শিল্পা জৈন জানিয়েছেন, সঙ্গীতাকে পরীক্ষার হলে গার্ড দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছিল। কিন্তু তিনি ব্ল্যাকবোর্ডে অঙ্ক প্রশ্নের উত্তরগুলি লিখে দেন। পরীক্ষার্থীরাও সেই সুযোগের অপব্যবহার করে। শিল্পার কথায়, ‘‘ওই শিক্ষিকাকে সাসপেন্ড করার পর তাঁর বিরুদ্ধে বিস্তারিত তদন্ত শুরু করা হয়েছে। আরও গুরুতর অভিযোগ প্রমাণিত হলে, তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হতে পারে।’’