প্রেমিকাকে পাশে নিয়ে বিবাহবার্ষিকী উদ্যাপন করলেন যুবক! ছবি তোলালেন একে অপরকে জড়িয়ে। স্ত্রীর সামনে হাঁটু মুড়ে গোলাপ তুলে দিলেন বান্ধবীর হাতে। আর স্বামীর প্রেমিকার উপস্থিতি হাসিমুখে মেনে নিলেন যুবকের স্ত্রী। সম্প্রতি সমাজমাধ্যমে প্রকাশ্যে আসা একটি ভিডিয়োয় তেমনটাই দাবি করা হয়েছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। হইচইও পড়েছে। যদিও নেটাগরিকদের একাংশের দাবি, ভিডিয়োতে স্ত্রী ছাড়া ওই যুবকের সঙ্গে যে মহিলাকে দেখা যাচ্ছে তিনি ওই যুবকের প্রেমিকা নন। সম্পর্কে বোন বা বৌদি হতে পারেন। যদিও অনেকে আবার দাবি করেছেন, বোন বা বৌদি হলে কী করে ওই ভাবে তাঁর হাতে ওই ভাবে গোলাপ তুলে দিলেন যুবক? যদিও যে ভিডিয়ো নিয়ে এত তরজা, তার সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন। ঘটনাটি কোথায় এবং কবে ক্যামেরাবন্দি করা হয়েছে তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।
আরও পড়ুন:
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, গলায় মালা পরে বিবাহবার্ষিকী উদ্যাপন করছেন এক যুগল। তাঁদের মাঝখানে লাল শাড়ি পরে দাঁড়িয়ে রয়েছেন অন্য এক মহিলা। যুগলের মুখে হাসি থাকলেও তাঁর মুখে দুঃখের ছায়া। এর পর ওই যুগল মহিলাকে কিছু বোঝাতে শুরু করেন। কিছু ক্ষণ পরে মহিলাকে জড়িয়ে ধরেন যুবক। হাঁটু মুড়ে গোলাপও তুলে দেন। এই দৃশ্য দেখে হাততালি দিয়ে ওঠেন যুবকের স্ত্রী। হাসি ফোটে ‘বান্ধবী’র মুখেও। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে। ভিডিয়োয় দাবি করা হয়েছে, লাল শাড়ি পরা মহিলা যুবকের বান্ধবী এবং যুবকের স্ত্রী-ই তাঁকে বিবাহবার্ষিকীর অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছিলেন। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।
ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘কপিল শর্মা (প্যারোডি)’ নামে একটি এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ ভিডিয়োটি দেখেছেন। শোরগোল পড়েছে ভিডিয়োটিকে কেন্দ্র করে। নেটাগরিকদের একাংশ ভিডিয়োটি নিয়ে মজা করলেও অন্য একাংশ বিরক্তি প্রকাশ করেছেন। এক নেটাগরিক লিখেছেন, ‘‘প্রত্যেক পুরুষেরই এ রকম এক জন স্ত্রী থাকা উচিত।’’ অন্য এক জন আবার লিখেছেন, ‘‘এটা কি সত্যি? আমি বিশ্বাস করতে পারছি না। এমন স্ত্রীরে কুর্নিশ।’’ যদিও তৃতীয় এক জনের কথায়, ‘‘বিষয়টি সঠিক নয়। লাল শাড়ি পরা মহিলা ওই যুবকের বোন।’’ এক জন আবার দাবি করেছেন, ‘‘যত্ত সব বাজে কথা। লাল শাড়ি পরা ভদ্রমহিলা যুবকের বৌদি। স্বামীকে হারিয়ে তিনি শোকাহত।’’