টিয়া, ময়না বা কাকাতুয়া মানুষের গলা নকল করতে পারে। তাদের কথা শেখালে হুবহু মানুষের মতো কথাও বলতে পারে। সম্প্রতি একটি টিয়ার এমনই কথোপকথনের ভিডিয়ো ভাইরাল হয়েছে।
ভিডিয়োতে দেখা যাচ্ছে, একটি টিয়া বাড়ির বারান্দায় মোড়ায় বসে রয়েছে। আশপাশে কেউ নেই। কাউকে দেখতে না পেয়ে ডেকে উঠল হিন্দিতে, ‘মাম্মি কঁহা হো!’ একটু দূর থেকে এক মহিলার আওয়াজ ভেসে আসে। তাকে বলতে শোনা যায়, ‘আয়ি বেটা’।
बात करने का अलग ही मज़ा होता है,
— Dipanshu Kabra (@ipskabra) May 26, 2022
जब कोई इतनी आत्मीयता से संवाद करता है.
यह खूबसूरत और मासूम वार्तालाप सुनकर लगता है काश हम सभी जीवों से ऐसे ही बात कर सकते... pic.twitter.com/uX80K59OPT
মায়ের গলার আওয়াজ পেয়ে তাঁরই উত্তর সুর মিলিয়ে টিয়া বলে, ‘আয়ি বেটা আয়ি’। এর পরই মহিলাকে ফের বলতে শোনা যায়, ‘চায়ে লা রাহি হুঁ’। টিয়া ফের সুর করে বলে, ‘চায়....’। দু’জনের কথোপকথন চলতে থাকে। সেই কথোপকথনের ভিডিয়ো নেটাগরিকদের মন জিতে নিয়েছে।
জানা গিয়েছে, এটি ‘চ্যাটারিং লোরি’ প্রজাতির টিয়া। এই টিয়া বিপন্ন প্রজাতির। ইন্দোনেশিয়ার উত্তর মালুকুতে দেখতে পাওয়া যায়।