কিছু কিছু ভুলের অনেক বড় মাশুল গুনতে হয়। এমনকি, ভুলের মাশুল হিসাবে খোয়াতে হতে পারে স্বপ্নের চাকরিও। সম্প্রতি তেমনটাই হয়েছে সমাজমাধ্যম রেডিটের এক ব্যবহারকারী তরুণের সঙ্গে। বদভ্যাস এবং ভুল সিদ্ধান্তের কারণে চাকরি খোয়াতে হয়েছে তাঁকে। আর সে কারণে আফসোসের শেষ নেই ওই নেটাগরিকের। এমনকি, নিজেকে ‘গাধা’ বলেও সম্বোধন করেছেন তিনি। কিন্তু কেন? কোন বদভ্যাস এবং ভুল সিদ্ধান্তের জন্য শখের চাকরি খোয়াতে হল তাঁকে? রেডিটে বিষয়টি জানিয়েছেন ওই ব্যবহারকারী নিজেই।
আরও পড়ুন:
ওই ব্যবহারকারী জানিয়েছেন, কয়েক মাস ধরে নিরলস চাকরি খোঁজার পর অবশেষে তিনি উচ্চ বেতনের একটি চাকরি পান। তবে তার জন্য অফিসে যেতে হত না। বাড়িতে ল্যাপটপ খুলে কাজ করলেই হত। তিনিও নাকি ঠিক তেমন চাকরিই চেয়েছিলেন। কিন্তু সেই চাকরি যত্ন করে আগলে রাখার বদলে অমনযোগী হয়ে পড়েন তিনি। সকালে কাজে বসার জন্য তাড়াতাড়ি ঘুমিয়ে পড়া বাঞ্ছনীয় ছিল। কিন্তু ওই ব্যবহারকারী গভীর রাত পর্যন্ত ফোন ঘাঁটতে শুরু করেন। ঘুমের সময়ে ব্যাঘাত ঘটার কারণে প্রায় প্রতি দিন দেরিতে ঘুম থেকে উঠছিলেন তিনি। ফলে অফিসেও ঠিক সময়ে যোগ দিতে পারছিলেন না। আর সেই বদভ্যাসই তাঁর পতনের কারণ হয়ে ওঠে।
রেডিট ব্যবহারকারী জানিয়েছেন, দেরি করে অফিসের কাজে বসার ঘটনা এত বার ঘটেছিল যে, বিষয়টি কর্তৃপক্ষের নজরে পড়ে যায়। তাঁর ম্যানেজার তাঁকে ধমক দেন। সত্যিটা জানতে চান। কিন্তু সত্যি স্বীকার করার পরিবর্তে ভয়ে তিনি মিথ্যা বলতে শুরু করেন। কম্পিউটার খারাপ হওয়ার অজুহাত দেন। শেষমেশ বরখাস্ত করা হয় তাঁকে।
শখের চাকরি খুইয়ে বর্তমানে হতাশ ওই নেটাগরিক। তিনি লিখেছেন, ‘‘আমি গাধা। তাই চাকরি খোয়াতে হল। এক বছর ধরে প্রতি দিন অসংখ্য চাকরিতে আবেদন করার পর, আমি উচ্চ বেতনের এই চাকরি পেয়েছিলাম। আমি যা চেয়েছিলাম সবই পেয়েছিলাম। কিন্তু বদভ্যাসের কারণে নিজেই নিজের পায়ে কুড়ুল মারলাম।’’ দুঃখপ্রকাশ করে তিনি আরও লিখেছেন, ‘‘আমাকে চাকরিচ্যুত করা হয়েছে এবং আমি নিজেকে এক জন পরাজিত ব্যক্তি বলে মনে করছি।’’
আরও পড়ুন:
ওই রেডিট ব্যবহারকারীর পোস্ট ইতিমধ্যেই হইচই ফেলেছে সমাজমাধ্যমে। ওই ব্যবহারকারীর দুর্ভাগ্যের কথা ভেবে দুঃখপ্রকাশ করেছেন অনেকে। অনেকে আবার তাঁকে ভবিষ্যতে কর্মক্ষেত্রে মনযোগী এবং সাবধানী হওয়ার পরামর্শ দিয়েছেন।