স্কুলের গণ্ডি পেরিয়েছেন পুত্র। উচ্চশিক্ষার পরবর্তী ধাপের জন্য প্রস্তুতি নিচ্ছেন তিনি। তার আগেই পুত্রকে কড়া শাসনে বেঁধে ফেললেন পিতা। পুত্রের সঙ্গে করে বিশেষ চুক্তি করে হাতেলেখা চিঠিতে সইসাবুদও করে ফেললেন। সমাজমাধ্যমে সেই চুক্তিপত্রের ছবি-ই ছড়িয়ে পড়েছে (যদিও তার সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)।
‘আপসেট_ডিজ়াইন_৮৬৫৬’ নামের অ্যাকাউন্ট থেকে রেডিটের পাতায় একটি ছবি পোস্ট করা হয়েছে। সেই ছবিটি আসলে হাতে লেখা একটি চিঠির। সেই চিঠিতে বাবার সঙ্গে ছেলের চুক্তি করা হয়েছে। বাবা শর্ত রেখেছেন, তাঁর পুত্র যদি আইআইটি, এনআইটি, আইআইআইটির মতো কলেজে ভর্তি হন, তা হলে বাবা প্রতি মাসে তাঁর বেতনের ৪০ শতাংশ টাকা ছেলের হাতে তুলে দেবেন। যত দিন তিনি অবসর না নিচ্ছেন, তত দিন এই নিয়ম মেনেই ছেলেকে টাকা দেবেন তিনি।
Posts from the jeeneetards
community on Reddit
কিন্তু প্রথম শ্রেণির কলেজে ভর্তি হতে না পারলে পুত্রকে দিতে হবে ‘জরিমানা’। সে ক্ষেত্রে পড়াশোনা শেষ করার পর পুত্র যখন চাকরি পাবেন তখন তাঁর পুরো বেতন-ই হাতে তুলে দিতে হবে পিতাকে। যত দিন পুত্র অবসর না নিচ্ছেন, তত দিন তাঁর পিতাকে নিজের পুরো বেতন দিতে হবে তরুণকে। হাতে লেখা এই চিঠিতে সইসাবুদও করে ফেলেছেন তাঁর পিতা। চিঠিটি পড়ার পর সমাজমাধ্যমে হাসির রোল উঠেছে। এক জন লিখেছেন, ‘‘আপনি কিন্তু খুব খারাপ ভাবে ফেঁসে গিয়েছেন।’’ আবার এক জন নেটাগরিক লিখেছেন, ‘‘আপনার বাবা অনুপ্রেরণা জোগানোর জন্য এমন করেছেন। ভাল করে পড়াশোনা করে ভাল কলেজে ভর্তি হয়ে যান। তিনিও তা-ই চান।’’