নদীতে খানিকটা ডুব দিয়ে ঘুমাচ্ছিল একটি জলহস্তী। শিকার করবে বলে তার উপর এক কামড় বসাল একটি হায়না। সঙ্গে সঙ্গে জলহস্তীর ঘুম গেল ভেঙে। নড়েচড়ে বসল সে। জলহস্তীকে নড়ে উঠতে দেখেই পিছন ঘুরে সেখান থেকে গুটি গুটি পায়ে পালাতে শুরু করল হায়না। কিন্তু পালিয়ে আর যায় কোথায়! হায়না কামড় দিয়েছে দেখে তাকেই তাড়া করতে শুরু করল জলহস্তীটি। শিকারের তা়ড়া খেয়ে সেখান থেকে লেজ গুটিয়ে পালাল শিকারি। সমাজমাধ্যমে এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)।
আরও পড়ুন:
‘আফ্রিকাবিগক্যাট্স’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, নদীতে খানিকটা ডুবে শান্তিতে ঘুম দিচ্ছিল একটি জলহস্তী। একটি হায়নার নজরে পড়ে সেটি। সে ভাবে যে, জলহস্তীটি ইতিমধ্যেই প্রাণ হারিয়েছে। তাই নিথর অবস্থায় পড়ে রয়েছে। তা ভেবে জলহস্তীর উপর কামড় বসায় হায়নাটি। কিন্তু কামড় বসাতে না বসাতেই নিজের ভুল বুঝতে পারে হায়না।
আরও পড়ুন:
নড়েচড়ে ওঠে জলহস্তীটি। সে যে ঘুমাচ্ছিল তা বুঝতে পারে হায়নাটি। পাছে জলহস্তীটি তার উপর চড়াও হয়ে যায়, তাই গুটি গুটি পায়ে সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করতে থাকে হায়না। কিন্তু তা আর হল কোথায়! পিছন ঘুরে হায়নাকে তাড়া করল জলহস্তীটি। মুখ হাঁ করে এগিয়ে গেল সে। শিকারের তাড়া খেয়ে সেখান থেকে লেজ গুটিয়ে পালাল হায়না। ঘটনাটি তানজ়ানিয়ার নগোরোঞ্জোরো ক্রেটারে ঘটেছে। ভিডিয়োটি দেখে এক নেটাগরিক লিখেছেন, ‘‘হায়নার ভুল ভাঙতেই সেখান থেকে পালানোর ধান্দা করেছে। ভিডিয়োটি দেখে হাসি পাচ্ছে খুব।’’