জঙ্গলের ভিতর একা একা ঘুরে বেড়াচ্ছিল একটি মহিষ। চোখের সামনে শিকার দেখে তাকে চারদিক থেকে ঘিরে ধরল এক দল সিংহী। প্রাণ বাঁচাতে সেখান থেকে ছুটে পালাতে শুরু করল মহিষটি। তার বন্ধুরা যে দিকে রয়েছে, সে দিকেই দৌড়তে লাগল সে। মহিষের পিছনে তাড়া করতে শুরু করল সিংহীর দলও। মহিষের নাগাল পেয়ে সবেমাত্র তাকে শিকার করার প্রস্তুতি নিচ্ছে সিংহীরা। সঙ্গে সঙ্গে বন্ধুকে রক্ষা করতে সেখানে ছুটে এল এক পাল মহিষ। সিংহীদের ঘিরে ফেলল তারা।
আরও পড়ুন:
মহিষদের তাড়া খেয়ে সেখান থেকে লেজ গুটিয়ে পালাল ‘বনের রানি’রা। বন্ধুর প্রাণ বাঁচিয়ে সেখান থেকে চলে গেল মহিষগুলিও। তখন এক দল সিংহী তাদের পিছনে ধাওয়া করলেও বিশেষ লাভ হল না। সমাজমাধ্যমে এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)।
‘মালামালাগেমরিজ়ার্ভ’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, একটি মহিষের পিছন দল বেঁধে ছুটছে এক দল সিংহী। সেই দৃশ্য ধরা পড়েছে জঙ্গলে সাফারি করতে বেরনো পর্যটকদের। গাড়ি নিয়ে সিংহীর দলের পিছন পিছন গিয়ে মহিষ-সিংহীদের লড়াই দেখতে ব্যস্ত হয়ে পড়লেন তাঁরা। বন্ধুকে বাঁচাতে সিংহীদের তাড়া করল অন্য মহিষেরা। সকলে মিলে ঘিরে ধরল সিংহীর দলকে।
এত মহিষ দেখে সেখান থেকে শিকার ছেড়ে লেজ গুটিয়ে পালিয়ে গেল সিংহীরা। শিকারের সুযোগ হাতছাড়া হয়ে যাওয়ায় পরে দল বেঁধে মহিষের পালের পিছনে তাড়া করেও বিশেষ লাভ হল না সিংহীদের। তত ক্ষণে মহিষের পাল দৌড়ে পালিয়ে গিয়েছে। ঘ়টনাটি দক্ষিণ আফ্রিকার মালামালা গেম রিজ়ার্ভে ঘটেছে। ভিডিয়োটি দেখে এক জন নেটাগরিক লিখেছেন, ‘‘মহিষের দলের তাড়া খেয়ে সিংহীগুলো কেমন ভয় পেয়ে পালিয়ে গেল। আসলে এক জোট হলে অনেক অসম্ভবকেই সম্ভব করা যায়।’’