এই ছবি দেখেই মজেছেন সকলে। ছবি টুইটার।
তার মুখে অক্সিজেনের মাস্ক। পা মুড়ে বসে রয়েছে সে। চোখেমুখে অসুস্থতার ছাপ। তার পাশে রাখা রয়েছে অক্সিজেন সিলিন্ডার। সেই সিলিন্ডার ধরে তার পাশে ঠাঁয় বসে রয়েছেন এক যুবক। তাঁর চোখেমুখেও চিন্তার ছাপ। যার জন্য যুবকও উদ্বিগ্ন, সে হল একটি হরিণ।
হরিণের জন্য অক্সিজেন সিলিন্ডার নিয়ে বসে রয়েছেন এক যুবক— এমনই একটি ছবি ভাইরাল হয়ে গিয়েছে। যদিও এই ছবির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন। ছবিটিতে দেখা গিয়েছে, জঙ্গলের মধ্যে বসে রয়েছে একটি হরিণ। তার মুখে অক্সিজেনের মাস্ক লাগানো। পাশেই রাখা রয়েছে একটি অক্সিজেন সিলিন্ডার। যা ধরে বসে রয়েছেন ওই যুবক।
In a world where you can be anything. Be kind to all. pic.twitter.com/UwZY6cpx9a
— Parveen Kaswan, IFS (@ParveenKaswan) April 28, 2023
অক্সিজেন সিলিন্ডারের সাহায্যে শ্বাস নিচ্ছে হরিণটি। এর ফলে সে সুস্থ বোধ করছে। মানুষ এবং জন্তুর এমন মর্মস্পর্শী ছবি দেখে মোহিত হয়ে গিয়েছেন সকলে। ছবিটি টুইট করেছেন প্রবীণ কাসওয়ান নামে ভারতীয় বন দফতরের এক আধিকারিক। ঘটনাটি কোন এলাকার তা জানা যায়নি।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy