হাতিটির কাণ্ড দেখে হতবাক হয়ে গিয়েছেন অনেকে। ছবি সংগৃহীত।
দেখতে ধীর-স্থির। কিন্তু মেজাজ হারালে সে যে কত ভয়ঙ্কর হতে পারে, তা চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। নিজের মতো করে চুপচাপ দাঁড়িয়েছিল দাঁতাল। আচমকা তাকে উত্ত্যক্ত করতে শুরু করলেন এক মহিলা। যা দেখে আর নিজেকে স্থির রাখতে পারল না সে।
দূরে রয়েছে পাহাড়, তার পাশেই রয়েছে নদী। চারপাশে জঙ্গলঘেরা এমন পরিবেশে হাঁটছিল হাতিটি। সেই সময়ই হাতিটিকে দেখে দৌড়ে যান এক মহিলা। তাঁর হাতে কলা। হাতিটির একেবারে কাছে গিয়ে এক হাতে কলা রেখে হাতিটিকে খাওয়ানোর চেষ্টা করেন। কিন্তু যেই না শুঁড় বাড়াচ্ছে হাতিটি, তখনই কলা সরিয়ে নিচ্ছেন মহিলা। মহিলার এই কাণ্ড হাতিটি যে মোটেই ভাল ভাবে নেয়নি, তা কিছু সময় পরই টের পাওয়া গেল।
You can’t fool an elephant even though he is tamed. They are one of the most intelligent animals to be in captivity. pic.twitter.com/rQXS6KYskN
— Susanta Nanda (@susantananda3) April 27, 2023
আচমকা হাতিটি তেড়ে গেল মহিলার দিকে। তার পর শুঁড় উঁচিয়ে দাঁত দিয়ে মহিলাকে ঠেলে মাটিতে ফেলে দিল। এমনই একটি ভিডিয়ো ভাইরাল হয়ে গিয়েছে সমাজমাধ্যমে। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন। ভিডিয়োটি কোন এলাকার, তা জানা যায়নি। ভিডিয়োটি টুইট করেছেন ভারতীয় বন দফতরের এক আধিকারিক সুশান্ত নন্দা।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy