মহারাষ্ট্রের ঠাণেতে স্কুটার চালাতে চালাতে স্নান করলেন এক তরুণ এবং এক তরুণী। ছবি: টুইটার।
লক্ষ্য একটাই। সমাজমাধ্যমে ভাইরাল হওয়া। তার জন্য কেউ ৩০০ কিলোমিটার গতিতে বাইক চালিয়ে প্রাণ দেন। কেউ আবার মেট্রোয় স্নান করেন। বা অদ্ভুত পোশাক পরে ঘুরে বেড়ান। এ বার মহারাষ্ট্রের ঠাণেতে স্কুটার চালাতে চালাতে স্নান করলেন এক তরুণ এবং এক তরুণী। ভিডিয়ো দেখে পুলিশের দৃষ্টি আকর্ষণ করেছেন এক সমাজমাধ্যম ব্যবহারকারী। পুলিশও ভিডিয়োটি শেয়ার করে ট্রাফিক বিভাগকে ‘প্রয়োজনীয় ব্যবস্থা’ নিতে বলেছে।
টুইটারে ভিডিয়োটি শেয়ার করা হয়েছে একটি পেজ থেকে। তাতে দেখা গিয়েছে, স্কুটারের পিছনে সবুজ বালতি কোলে নিয়ে বসে রয়েছেন এক তরুণী। স্কুটার চালাচ্ছেন এক তরুণ। তরুণী বালতি থেকে মগ দিয়ে নিজের মাথায় জল ঢালছেন। তার পর তরুণের মাথায় জল ঢালছেন। দু’জনের কারও মাথাতেও হেলমেট নেই।
ভিডিয়ো পোস্ট করে লেখা হয়েছে, ঠাণের উলহাসনগরে এই কাণ্ড হয়েছে। সেখানে মহারাষ্ট্রের ডিজিপি এবং ঠাণে পুলিশকে ট্যাগ করা হয়েছে। জবাবে ঠাণে পুলিশের তরফে লেখা হয়েছে, ঠাণের ট্রাফিক কন্ট্রোল রুমকে জানানো হয়েছে। তারা উপযুক্ত ব্যবস্থা নেবে।
ভিডিয়োতে যাঁকে স্কুটার চালাতে দেখা গিয়েছে, তাঁর নাম আদর্শ শুক্ল। তিনি পেশায় এক জন ইউটিউবার। পরে সমাজমাধ্যমে পোস্ট দিয়ে নিজের এই কাজের জন্য ক্ষমা চেয়েছেন। হেলমেট যে পরেননি, সেই নিয়ে ক্ষমাও চেয়েছেন। জানিয়েছেন, ট্রাফিক আইন ভাঙার জন্য যা জরিমানা দিতে হয়, তিনি দেবেন।
@DGPMaharashtra @ThaneCityPolice
— WeDeserveBetterGovt. (@ItsAamAadmi) May 15, 2023
This is ulhasnagar, Is such nonsense allowed in name of entertainment? This happened on busy Ulhasnagar Sec-17 main signal.Request to take strict action lncluding deletion of social media contents to avoid others doing more nonsense in public. pic.twitter.com/BcleC95cxa
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy