আলসেমি ভরা দুপুরে আরাম করে ঘুমাচ্ছিল দু’টি সিংহ। হঠাৎ দূর থেকে শুনতে পায় ভয়ানক এক শব্দ। ক্রমশ তাদের কাছে আসছে শব্দটি। মাথা তুলতেই দেখল একটি বিমান তাদের দিকে ধেয়ে আসছে। ভয় পেয়ে সেখান থেকে লেজ গুটিয়ে পালিয়ে গেল দুই পশুরাজ। সমাজমাধ্যমে এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)।
আরও পড়ুন:
‘ওয়াইল্ডফ্রিলায়ন্স’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, দু’টি সিংহ মাঠে ঘুমিয়ে রয়েছে। দূর থেকে শব্দ শুনে ঘুম ভেঙে গেল তাদের। চমকে উঠে তাকাতেই তারা দেখল, তাদের দিকে ধেয়ে আসছে একটি বিমান। একেবারে তাদের মাথার উপর দিয়েই উড়ে গেল বিমানটি। তা দেখে ভয়ে আত্মারাম খাঁচাছাড়া অবস্থা হয়ে যায় সিংহদু’টির।
বিমানটি উড়ে যাওয়ার পরেও স্থির ভাবে কিছু ক্ষণ দাঁড়িয়ে থাকে তারা। তার পর আবার বসে পড়ে। ঘটনাটি বোটসওয়ানার ওকাভাঙ্গো বদ্বীপের এয়ারস্ট্রিপে ঘটেছে। ভিডিয়োটি দেখে হাসির রোল উঠেছে নেটপাড়ায়। এক জন নেটাগরিক লিখেছেন, ‘‘সিংহেরাও যে ভয় পায় তা দেখলাম। ওরা যে ভাবে চমকাল তা দেখে খুবই হাসি পাচ্ছে।’’