জঙ্গলে শিকার করে আর মন ভরছে না চিতাবাঘের। তাই এ বার স্বাদবদল করতে মাছ ধরার সিদ্ধান্ত নিল সে। যেমন ভাবা তেমন কাজ। চটজলদি পৌঁছে গেল জলাশয়ের ধারে। সেখানে গাছের ভাঙা ডালের উপর চড়ে বসল সে। কাদাজলে নেমে ক্যাটফিশ শিকার করে মুখ কালোও করে ফেলল চিতাবাঘ।সমাজমাধ্যমে এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)।
আরও পড়ুন:
‘লেটেস্টক্রুগের’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, জলাশয়ের ধারে একটি গাছের ভাঙা ডালের উপর দাঁড়িয়ে রয়েছে এক চিতাবাঘ। মাছ ধরবে বলে জলের দিকেই তীক্ষ্ণ দৃষ্টি তার। জলাশয়ের মধ্যে কিলবিল করছে একগাদা ক্যাটফিশ। গাছের ডালের উপর দাঁড়িয়ে কোন ক্যাটফিশটি ধরবে তার-ই অঙ্ক কষছে সে। হঠাৎ কাদাজলের মধ্যে লাফ দিল চিতাবাঘটি। জলাশয় থেকে ছোঁ মেরে একটি ক্যাটফিশ ধরে ফেলল সে।
তার পর মুখ কালো করে জল থেকে ডাঙায় ওঠে চিতাবাঘটি। তার পাগুলিও কালো হয়ে গিয়েছে। আসলে কাদাভর্তি জলাশয়ে শিকার করতে নেমেই এই অবস্থা হয়ে গিয়েছে চিতাবাঘের। ঘটনাটি দক্ষিণ আফ্রিকার ক্রুগের জাতীয় উদ্যানে ঘটেছে। ভিডিয়োটি থেকে জানা গিয়েছে যে, এই ঘটনাটি ২০২৪ সালের। গত বছরের ভিডিয়ো আবার নতুন করে সমাজমাধ্যমের পাতায় ছড়িয়ে পড়েছে। এই ভিডিয়ো দেখে এক জন নেটাগরিক লিখেছেন, ‘‘মাছ খেতে ইচ্ছা হয়েছিল। তাই শুভ কাজে দেরি করেনি চিতাবাঘটি।’’