জঙ্গলের মধ্যে রানির চালে হাঁটছিল সিংহী। তার পিছন পিছন হেঁটে যাচ্ছিল একটি সিংহ। সুযোগ বুঝে আদর করার জন্য সিংহীর লেজে কামড় বসিয়ে দিল সিংহটি। সিংহের কাণ্ডে রেগে আগুন হয়ে গেল সিংহী। পিছনে মুখ ঘুরিয়ে সিংহের দিকে তাকিয়ে গর্জন করে উঠল সে। সিংহীর কাছে বকা খেয়ে ভয়ে কাঁচুমাচু হয়ে গেল ‘বনের রাজা’। সমাজমাধ্যমে এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)।
আরও পড়ুন:
‘ওয়াইল্ডএড’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। ভিডিয়োয় দেখা যাচ্ছে যে, এক সিংহীর পিছন পিছন হেঁটে চলেছে এক সিংহ। মজার ছলে আদর করার জন্য সিংহীর লেজে কামড় বসিয়ে দেয় সিংহটি। সঙ্গে সঙ্গে পিছন ঘুরে সিংহের দিকে তাকিয়ে গর্জন করে সিংহী। তা শুনে ভয় পেয়ে যায় ‘বনের রাজা’।
সিংহকে শাসন করে আবার হাঁটা দিতে শুরু করে সিংহী। মাঝেমধ্যে সিংহের মুখে লেজ দিয়ে ঝাপটাও মারে সে। মুখ হাঁ করলেও আর সিংহীর লেজ কামড়ানোর সাহস হয় না সিংহের। সে শান্ত হয়েই সিংহীকে অনুসরণ করতে থাকে। ঘটনাটি তানজানিয়ায় ঘটেছে। ভিডিয়োটি দেখে হাসির রোল উঠেছে নেটপাড়ায়। এক জন নেটাগরিক লিখেছেন, ‘‘সিংহও যখন তাঁর সঙ্গিনীকে দেখে ভয় পাচ্ছে, তা হলে আমরা কোন ছাড়!’’