পরনে কালো রঙের ফিনফিনে শাড়ি। ব্লাউজ়টিও যেন কোনও রকমে নায়িকার লজ্জা নিবারণ করে রয়েছে। পিঠ প্রায় খোলা বললেই চলে। সরু সুতো দিয়ে ব্লাউজ়টি পিছনে বাঁধা রয়েছে। এমন অবতারেই ছবিশিকারিদের সামনে হাজির হলেন মডেল-নায়িকা শার্লিন চোপড়া। নায়িকার এমন রূপ দেখে তরুণ পাপারাৎজ়িদের মনে তখন প্রজাপতি উড়ে বেড়াচ্ছে। নায়িকার মুখে লেগে রয়েছে চটুল হাসি। ছবিশিকারিরা যখন নায়িকার রূপ দেখে প্রশংসায় পঞ্চমুখ, তখনই এক তরুণকে কাছে ডেকে নিলেন শার্লিন।
তরুণের পরনের লাল জ্যাকেট খুলিয়ে তা দিয়ে ঢেকে ফেললেন দু’জনের মুখ। নায়িকার সঙ্গে এ ভাবে ঘনিষ্ঠ হয়ে লজ্জায় লাল হয়ে গেলেন তরুণ। এমনই একটি ভিডিয়ো সম্প্রতি সমাজমাধ্যমে ঘোরাফেরা করছে (যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
আরও পড়ুন:
‘ফিল্মিজ্ঞান’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা যাচ্ছে যে, এক তরুণের সঙ্গে জ্যাকেটের আড়ালে ঘনিষ্ঠ হয়ে পড়ছেন শারলিন। আসলে ওই তরুণ পেশায় চিত্রগ্রাহকশিল্পী। নায়িকার ছবি তুলতে গিয়েছিলেন তিনি। সাদা টি-শার্টের উপর লাল জ্যাকেট পরেছিলেন ওই তরুণ।
তরুণকে কাছে টেনে নিয়ে সেই জ্যাকেট দিয়েই শার্লিন দু’জনের মুখ ঢেকে নিলেন। আড়াল থেকে দেখে মনে হল যে তরুণের দু’গাল ধরে তাঁকে চুমু খাচ্ছেন শার্লিন। জ্যাকেট সরাতেই লজ্জায় মুখ লাল হয়ে গেল তরুণের। জ্যাকেট দিয়ে মুখ ঢেকে ফেললেন তিনি। তরুণকে দেখে হেসে গড়িয়ে পড়লেন নায়িকা। হাসতে হাসতে বললেন, ‘‘বাবা! তোমার এত লজ্জা!’’
২০১৩ সালে মোহিত সুরির পরিচালনায় প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘আশিকি ২’। বৃষ্টিতে ভিজে এমনই একটি দৃশ্যে অভিনয় করতে দেখা গিয়েছিল বলি তারকা আদিত্য রায় কপূর এবং শ্রদ্ধা কপূরকে। জ্যাকেট দিয়ে মুখ ঢেকে একে অপরকে চুমু খেয়েছিলেন তাঁরা। শার্লিনের কাণ্ড দেখে সেই দৃশ্যের কথা চোখের সামনে ভেসে ওঠা অস্বাভাবিক নয়। তবে নায়িকার এমন ভিডিয়ো ছড়িয়ে পড়তেই তাঁকে ঘিরে সমালোচনা শুরু হয়েছে। নেটাগরিকদের একাংশের দাবি, প্রচারে আসার জন্য শার্লিন তাঁর পোশাকে এবং আচরণে আমূল পরিবর্তন এনেছেন। সব সময় তা শোভনীয় হয়ে উঠছে না বলে দাবি অনেকের।