Film was rejected by Ajay Devgn and Kajol because of lead actor dgtl
Bollywood Gossip
শাহরুখের জন্য অভিনয় করতে চাননি অজয়, প্রস্তাব ফেরান কাজল, শেষরক্ষা করেন বাঙালি নায়িকা
২০০৪ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘বীর জ়ারা’। এই ছবির প্রযোজনার দায়িত্বে ছিল যশরাজ ফিল্মস। পরিচালনার দায়িত্বে ছিলেন যশ চোপড়া। কানাঘুষো শোনা যায়, এই ছবিতে শাহরুখের বিপরীতে কাজলকে অভিনয়ের প্রস্তাব দিয়েছিলেন তিনি।
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৬ মার্চ ২০২৫ ১৬:২৫
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১৫
বলিউডের ‘বাদশা’ শাহরুখ খানের সঙ্গে যে কাজলের জুটি সুপারহিট তা প্রমাণিত হয় নব্বইয়ের দশকেই। তার পর বহু বার দর্শক সেই জুটিকে বড় পর্দায় দেখতে চেয়েছেন। কম চেষ্টা করেননি ছবিনির্মাতারাও। কিন্তু এত সহজে কি ‘কেষ্ট মেলে’?
০২১৫
১৯৯৫ সালে আদিত্য চোপড়ার পরিচালনায় প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল ‘দিলওয়ালে দুলহনিয়া লে জায়েঙ্গে’। তার পর থেকেই শাহরুখ এবং কাজলকে রোম্যান্টিক ঘরানার ছবিতে একসঙ্গে অভিনয় করানোর চেষ্টা করেছিলেন আদিত্য। বাদ পড়েননি তাঁর পিতা যশ চোপড়াও। কিন্তু তাঁদের চেষ্টা বিফলে যায়।
০৩১৫
২০০৪ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘বীর জ়ারা’। এই ছবির প্রযোজনার দায়িত্বে ছিল যশরাজ ফিল্মস। পরিচালনার দায়িত্বে ছিলেন যশ। কানাঘুষো শোনা যায়, এই ছবিতে শাহরুখের বিপরীতে কাজলকে অভিনয়ের প্রস্তাব দিয়েছিলেন তিনি।
০৪১৫
‘বীর জ়ারা’ ছবিতে মুখ্যচরিত্রে অভিনয় করতে দেখা যায় শাহরুখকে। পরিচালকের ইচ্ছা ছিল, শাহরুখের বিপরীতে এই ছবিতে কাজল অভিনয় করুক। কাজলকে প্রস্তাবও দিয়ে ফেলেছিলেন তিনি।
০৫১৫
কিন্তু কোনও এক অজানা কারণে যশের প্রস্তাবে রাজি হননি কাজল। ‘বীর জ়ারা’ ছবিতে মুখ্যচরিত্রে অভিনয়ের প্রস্তাব খারিজ করে দেন তিনি।
০৬১৫
কাজল প্রস্তাব ফিরিয়ে দিলে ‘বীর জ়ারা’ ছবিতে শাহরুখের বিপরীতে জুটি বেঁধে অভিনয় করতে রাজি হন প্রীতি জ়িন্টা। এর আগে শাহরুখের সঙ্গে ‘দিল সে…’, ‘কাল হো না হো’ নামের ছবিতে জুটি বেঁধে নজর কেড়েছিলেন প্রীতি।
০৭১৫
বলিপাড়ার অন্দরমহলে কান পাতলে শোনা যায়, ‘বীর জ়ারা’ ছবিতে উকিলের চরিত্রে অভিনয় করার কথা ছিল বলি নায়িকা এবং অমিতাভ বচ্চনের পুত্রবধূ ঐশ্বর্যা রাই বচ্চনের। কিন্তু সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন তিনি।
০৮১৫
বলিউডের গুঞ্জন, ঐশ্বর্যা কোনও ছবিতে অভিনয় করলে সেই ছবির সেটে পৌঁছে যেতেন সলমন। তাঁদের সম্পর্কের তিক্ততার ছাপ নাকি পেশাগত জীবনেও ফেলতেন তারকা। সেই ভয়েই ‘বীর জ়ারা’ ছবিতে অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন ঐশ্বর্যা।
০৯১৫
বলিপাড়া সূত্রে খবর, শুধু ‘বীর জ়ারা’ ছবিটিই নয়, সলমনের কারণে নাকি ‘চলতে চলতে’ ছবিতে অভিনয়ের সুযোগ পেয়েও ছেড়ে দিতে হয়েছিল ঐশ্বর্যাকে। দু’টি ছবিতেই শাহরুখের বিপরীতে অভিনয়ের সুযোগ পেয়েছিলেন নায়িকা।
১০১৫
‘বীর জ়ারা’ এবং ‘চলতে চলতে’ দু’টি ছবির প্রস্তাব ঐশ্বর্যা ফিরিয়ে দিলে মাথায় হাত পড়ে ছবিনির্মাতাদের। দু’টি ছবির ক্ষেত্রেই শেষরক্ষা করেন বাঙালি অভিনেত্রী।
১১১৫
‘বীর জ়ারা’ ছবিতে উকিলের চরিত্রে অভিনয় করতে রাজি হন রানি মুখোপাধ্যায়। ‘চলতে চলতে’ ছবিতেও ঐশ্বর্যার ফিরিয়ে দেওয়া চরিত্রে, শাহরুখের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেন রানি।
১২১৫
‘বীর জ়ারা’ ছবিতে প্রীতির বাগ্দত্তের চরিত্রে অভিনয় করতে দেখা যায় বলি অভিনেতা মনোজ বাজপেয়ীকে। স্বল্পদৈর্ঘ্যের চরিত্রে অভিনয় করে নজর কাড়েন মনোজ। তবে ছবিনির্মাতাদের প্রথম পছন্দ ছিলেন না তিনি।
১৩১৫
বলিপাড়া সূত্রে খবর, ‘বীর জ়ারা’ ছবিতে পার্শ্বচরিত্রে অভিনয়ের জন্য বলি অভিনেতা অজয় দেবগনকে অভিনয়ের প্রস্তাব দিয়েছিলেন যশ। কিন্তু জীবনসঙ্গিনী কাজলের মতো সেই ছবিতে অভিনয়ের প্রস্তাব খারিজ করেছিলেন অজয়ও।
১৪১৫
কানাঘুষো শোনা যায়, যে ছবিতে শাহরুখের মতো বড় মাপের তারকা মুখ্যচরিত্রে অভিনয় করছেন সেই ছবিতে পার্শ্বচরিত্রে অভিনয় করতে চাননি অজয়।
১৫১৫
বলিপাড়ার গুঞ্জন, অজয়ের ধারণা ছিল যে, শাহরুখের পাশে তাঁর অভিনয় দর্শকের কাছে ফিকে মনে হবে। তাই ‘বীর জ়ারা’ ছবিতে অভিনয় করতে রাজি হননি তিনি। অজয় প্রস্তাব ফিরিয়ে দিলে সেই চরিত্রে অভিনয় করতে রাজি হন মনোজ।