জঙ্গলের ভিতর এক জায়গায় দাঁড়িয়ে রয়েছে হাতির পাল। কোনও হাতি চড়ে বেড়াচ্ছে, কেউ আবার খাওয়াদাওয়া সারছে। সেই সময় ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে হাতির এক শাবক। বন্ধু ঘুমিয়ে পড়েছে দেখে বেজায় রাগ হয়েছে অন্য হাতিশাবকের। বন্ধুর ঘুম ভাঙাবে বলে ওই হাতিটির উপর চড়েই বসল সে। কিন্তু তাতেই হল বিপদ। কিছুতেই আর দাঁড়াতে পারছে না হাতিশাবকটি। সমাজমাধ্যমে এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
আরও পড়ুন:
‘রাম্বলিংলোয়া’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, একটি হাতিশাবক জঙ্গলের ভিতর শুয়ে রয়েছে। তার ঘুম ভাঙাতে অন্য একটি শাবক চড়াও হয়ে গিয়েছে হাতির উপর। নীচের হাতিটি শুয়েই রয়েছে। তবে মুশকিলে পড়েছে অন্য হাতিটি। বন্ধুর ঘুম ভাঙাবে বলে তার উপর চড়ে বসেছিল ঠিকই, কিন্তু তার পর আর উঠে দাঁড়াতে পারছে না সে।
শুঁড় দিয়ে, সামনের পায়ের উপর ভর দিয়েও বিশেষ লাভ হল না। বার বার মুখ থুবড়ে পড়ে যাচ্ছে সে। তাকে বিপদে দেখে সেখানে ছুটে গেল অন্য একটি হাতি। শুঁড় দিয়ে পিছন থেকে ঠেলে হাতিটিকে ওঠানোর চেষ্টা করতে থাকল সে। বার কয়েক ব্যর্থ হওয়ার পর অন্য হাতির সাহায্য নিয়ে বন্ধুর উপর থেকে টলমল পায়ে উঠে পড়ল হাতিটি। ঘটনাটি কোথায় ঘটেছে তা অবশ্য জানা যায়নি। তবে হাতির অবস্থা দেখে নেটাগরিকদের অধিকাংশ হাসির বন্যা বইয়ে দিয়েছেন সমাজমাধ্যমের পাতায়। এক জন লিখেছেন, ‘‘হাতির অবস্থা দেখে আমি হেসেই যাচ্ছি। বেচারা কত ক্ষণ ধরে দাঁড়ানোর চেষ্টা করছে!’’