ছানাদের খুঁজে খুঁজে যথাস্থানে হাজির মা চিতাবাঘ। ছবি: টুইটার
গভীর জঙ্গলে হারিয়ে গিয়েছিল চিতাবাঘের ছানারা। কোনও ভাবে মায়ের কাছ থেকে তারা আলাদা হয়ে গিয়েছিল। ছানাদের খুঁজে খুঁজে যথাস্থানে হাজির মা চিতাবাঘ। তার গতিবিধি ক্যামেরাবন্দি হয়েছে।
বক্সার জঙ্গলে ছানাদের কী ভাবে মুখে করে নিজের ডেরায় ফিরিয়ে এনেছে মা চিতাবাঘ, সেই ভিডিয়ো সমাজমাধ্যমে পোস্ট করেছেন বন দফতরের এক আধিকারিক। আইএফএস অফিসার প্রবীণ কাসওয়ান টুইটারে ভিডিয়োটি পোস্ট করে লিখেছেন, ‘‘কিছু দিন আগে ছানাগুলি দিক্ভ্রষ্ট হয়েছিল। মায়ের কাছ থেকে তারা আলাদা হয়ে গিয়েছিল। ওদের উপর নজর রাখা হচ্ছিল। এলাকাটিও ঘিরে রেখেছিল বন দফতর। কিছু দিন পর ওদের মা এসে ছানাদের নিয়ে গেল। দারুণ ভাবে ওদের ছবি তোলা হয়েছে। প্রত্যেক সন্তানই সমান গুরুত্বপূর্ণ।’’
The cubs strayed few days back. Area was guarded & monitored. Mother came & took the cubs. Captured beautifully. Every child is equally important. #ChildrensDay pic.twitter.com/O4GKRVMt9C
— Parveen Kaswan, IFS (@ParveenKaswan) November 14, 2022
ভিডিয়োটি সাদাকালো। বন দফতর চিতাবাঘের ছানাগুলির উপর নজরদারির জন্য যে ক্যামেরা বসিয়ে রেখেছিল, তাতেই ধরা পড়েছে এই ছবি। দেখা গিয়েছে, জঙ্গলের ঘাসজমির উপরে পড়ে থাকা ছানাকে মুখে করে তুলেছে মা চিতাবাঘ। কিছু ক্ষণ চারপাশ চেয়ে দেখে নিয়েছে বিপদের আশঙ্কা আছে কি না। তার পর ছানার ঘাড় কামড়ে তাকে অন্যত্র নিয়ে গিয়েছে।
শিশু দিবস উপলক্ষে ভিডিয়োটি টুইট করেছেন কাসওয়ান। ভিডিয়োর মাধ্যমে তিনি বার্তা দিতে চেয়েছেন, প্রত্যেক মায়ের কাছেই তাঁর সন্তান গুরুত্বপূর্ণ। সন্তান যেখানেই থাকুক, মা ঠিক তাকে খুঁজে বার করে। সমস্ত বিপদ থেকে মা তার সন্তানকে আগলে রাখে। মানুষ হোক বা বনের পশু, সকলের ক্ষেত্রেই মায়ের বৈশিষ্ট্য একই।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy