পড়াশোনা নিয়ে ক্ষুদের হতাশা। ছবি: টুইটার।
পড়াশোনা করতে হবে। বলাতে মাকেই হুমকি খুদে পড়ুয়ার। মাকে ওই খুদের ধমকি, ‘আমি পৃথিবী ছেড়ে চলে যাব’। শুধু তা-ই নয়, ছোট্ট হাতে খাতার উপর পেনসিল ঠুকে পড়াশোনার বিরুদ্ধে প্রতিবাদও দেখাতে গেল তাঁকে। আর ক্ষুদের এই কাণ্ড দেখে হেসে কুটোপাটি হলেন মা। এই ভিডিয়ো নেটমাধ্যমে ভাইরাল হয়েছে। এই ভিডিয়ো দেখে দেদার মজা পেয়েছেন নেটমাধ্যম ব্যবহারকারীরা।
ভিডিয়োতে দেখা যাচ্ছে, একটি ছোট ছেলে বাড়িতে পড়াশোনা করা নিয়ে হতাশা প্রকাশ করছে। লেখার একটি খাতাও তার সামনে খোলা। এর পরে তার মা তাকে পড়াশোনা করতে বললে সে বিরক্ত হয়ে জানায়, ‘মা, ম্যায় পরেসান হো রাহা হুঁ, ম্যায় দুনিয়া মে কিয়ুঁ আয়া হুঁ। ম্যায় দুনিয়া সে নিকাল জাউঙ্গা, নিকাল জাউঙ্গা (মা আমি বিরক্ত হয়ে উঠছি। আমি এই পৃথিবীতে কেন আছি? আমি এই পৃথিবী ছেড়ে চলে যাব)। যখন তার মা তাকে জিজ্ঞেস করে, সে কেন পৃথিবী ছেড়ে বেরিয়ে যেতে চায়। এর উত্তরে ওই খুদে জানায়, সে এই পৃথিবীতে থাকতে চায় না। এর জন্য মা এবং পড়াশোনাকেও দায়ী করতে দেখা যায় ওই ছোট্ট শিশুকে। এর পরই তার মা তাকে দেখে হেসে ফেলেন।
Everyone can relate to this little boy
— Day dreamer 🕊️ (@Introvert__13) July 30, 2022
"Mai pareshan ho gya Mai duniya se nikal jaunga" 😭 pic.twitter.com/2AyiQhmjsu
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy