চাইলে কি না পাওয়া যায়। এমনকি বিখ্যাত গাড়ি সংস্থা মাহিন্দ্রার চেয়ারম্যান আনন্দ মাহিন্দ্রার নজরেও আসা যায়। এই ঘটনা ঘটেছে তামিলনাড়ুর কাভেরিপত্তনমে। সম্প্রতি একটি এক্সইউভি গাড়ি কেনেন চেন্নাইয়ের বাসিন্দা সি অশোককুমার। টুইটারে তিনি জানান, ১০ বছরের টানা পরিশ্রমের পর তিনি এই গাড়িটি কিনেছেন। এই পোস্টে আনন্দ মাহিন্দ্রাকে ট্যাগ করে তাঁর কাছ থেকে শুভেচ্ছাবার্তাও চান অশোককুমার। তিনি বলেন, ‘১০ বছরের কঠোর পরিশ্রমের পর আমি নতুন মাহিন্দ্রা এক্সইউভি-৭০০ গাড়ি কিনেছি। আনন্দ মাহিন্দ্রা স্যার আপনাকে ধন্যবাদ। আমি আপনার শুভেচ্ছা একান্ত ভাবে কামনা করছি।’
এর ঠিক দু’দিনের মধ্যেই বিষয়টি নজরে আসে আনন্দের। তিনি উত্তরও দেন অশোককুমারকে। আনন্দ টুইটারে লেখেন, ‘অশোককুমার আপনাকে ধন্যবাদ। কিন্তু আপনিই আমাদের সংস্থার গাড়ি পছন্দ করে আমাদের আশীর্বাদ করেছেন। আপনার কঠোর পরিশ্রমের জন্য আপনিই সাফল্য পেয়েছেন। আপনাকে অভিনন্দন।’
আনন্দের এই প্রতিক্রিয়া দেখে তাঁর প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন টুইটার ব্যবহারকারীরা। গাড়ি কেনার জন্য অশোককুমারকেও অভিনন্দন জানিয়েছেন অনেকে।
Thank you, but it is YOU who have blessed us with your choice…Congratulatioms on your success that has come from hard work. Happy motoring. https://t.co/aZyuqOFIa8
— anand mahindra (@anandmahindra) August 2, 2022