তরুণের চুলের ভিতর ঘোরাফেরা করছে ছোট্ট একটি পাখি। সেখান থেকে অন্য কোথাও উড়ে যাচ্ছে না সে। এমনকি অন্য এক তরুণ তাকে তাড়াতে গেলেও সে আঙুলে কামড় বসিয়ে দিচ্ছে। সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
আরও পড়ুন:
‘চারইয়াশেন’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, এক তরুণের চুলের ভিতর গুছিয়ে বসে রয়েছে একটি পাখি। দেখে মনে হচ্ছে, পাখিটি সেখানেই বাসা বেঁধে ফেলেছে যেন। তরুণের এক বন্ধু পাখিটিকে তাড়াতে গেলে তাঁর হাতেই কামড় বসানোর জন্য উদ্যত হয়ে পড়ে সে। কামড় খাওয়ার ভয়ে সঙ্গে সঙ্গে তরুণের বন্ধু তাঁর আঙুল সরিয়ে নেন।
পাছে সেই তরুণ আবার তাকে ঘরছাড়া করে ফেলে, তাই আড়ালে গিয়ে নতুন বাসার ঠিক মাঝখানে গিয়ে বসে পড়ে পাখিটি। যে তরুণের চুলের মধ্যে পাখিটি ঘোরাফেরা করছে, তিনি রাস্তায় স্থির হয়ে দাঁড়িয়ে রয়েছেন। তাঁর কোনও নড়াচড়া নেই। বরং পাখিটি যেন ধীরেসুস্থে তার নতুন বাসা ভাল করে ঘুরে দেখে ফেলতে পারে, স্থির হয়ে দাঁড়িয়ে সেই ব্যবস্থাই করে দিচ্ছেন ওই তরুণটি।