জন্মদিনে ফলাহার। —ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।
জন্মদিন বলে কথা! সকাল সকাল স্নান করে সেজেগুজে খেতে এসেছে সে। থালাভর্তি ফলমূল। তরমুজ, আপেল থেকে শুরু করে রয়েছে আরও কত কী! এত খাবার দেখে মনে আনন্দ আর ধরেনি তার। সঙ্গে সঙ্গে ফলগুলি এক এক করে খেতে শুরু করে। আনন্দে শুঁড় দুলিয়ে নেচেও ওঠে সে। সমাজমাধ্যমের পাতায় এমনই এক হাতির ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)।
নেটব্যবহারকারীদের একাংশের দাবি, ভিডিয়োয় যে হাতিটিকে দেখা যাচ্ছে সেটি তামিলনাড়ুর এক মন্দিরের। প্রতি দিন সকালে মন্দিরের দ্বার খোলার পর পুণ্যার্থীদের আশীর্বাদ করে সেই হাতিটি। জানা যায়, হাতিটির নাম অখিলা। সম্প্রতি ২২তম জন্মদিন পালন করা হয়েছে তার। সেই উপলক্ষে ফল খেতে দেওয়া হয়েছিল হাতিটিকে। ফল খেয়ে আনন্দে শুঁড় দুলিয়ে নেচেও উঠল সে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy