Advertisement
০৮ সেপ্টেম্বর ২০২৪
Elephant Dance

জন্মদিনে বাঁধভাঙা আনন্দ, ফল মুখে দিয়েই শুঁড় দুলিয়ে নেচে উঠল হাতি

এত খাবার দেখে মনে আনন্দ আর ধরেনি তার। সঙ্গে সঙ্গে ফলগুলি এক এক করে খেতে শুরু করে। আনন্দে শুঁড় দুলিয়ে নেচেও ওঠে সে।

জন্মদিনে ফলাহার।

জন্মদিনে ফলাহার। —ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ২০ জুলাই ২০২৪ ১৭:৪৭
Share: Save:

জন্মদিন বলে কথা! সকাল সকাল স্নান করে সেজেগুজে খেতে এসেছে সে। থালাভর্তি ফলমূল। তরমুজ, আপেল থেকে শুরু করে রয়েছে আরও কত কী! এত খাবার দেখে মনে আনন্দ আর ধরেনি তার। সঙ্গে সঙ্গে ফলগুলি এক এক করে খেতে শুরু করে। আনন্দে শুঁড় দুলিয়ে নেচেও ওঠে সে। সমাজমাধ্যমের পাতায় এমনই এক হাতির ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)

নেটব্যবহারকারীদের একাংশের দাবি, ভিডিয়োয় যে হাতিটিকে দেখা যাচ্ছে সেটি তামিলনাড়ুর এক মন্দিরের। প্রতি দিন সকালে মন্দিরের দ্বার খোলার পর পুণ্যার্থীদের আশীর্বাদ করে সেই হাতিটি। জানা যায়, হাতিটির নাম অখিলা। সম্প্রতি ২২তম জন্মদিন পালন করা হয়েছে তার। সেই উপলক্ষে ফল খেতে দেওয়া হয়েছিল হাতিটিকে। ফল খেয়ে আনন্দে শুঁড় দুলিয়ে নেচেও উঠল সে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Tamil Nadu temple Elephant Birthday
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE