আচমকাই আগুন ধরে গেল ই-স্কুটারে। প্রতীকী ছবি।
প্রযুক্তির দুনিয়ায় ই-স্কুটারের জনপ্রিয়তা ক্রমশ বাড়ছে। কিন্তু এর বিপরীত দিকটিও উদ্বেগ বাড়াচ্ছে। ই-স্কুটার ব্যবহারে ঝুঁকিও রয়েছে। ই-স্কুটার চার্জ দিতে হয়। আর সেই চার্জ দিতে গিয়েই অঘটন ঘটছে। এমনই একটি ঘটনার কথা প্রকাশ্যে এসেছে। আচমকাই বিস্ফোরণ হল ই-স্কুটারে। মুহূর্তেই আগুন ধরে গেল।
একটি ভিডিয়ো প্রকাশ করেছে লন্ডনের দমকল বাহিনী। যে ভিডিয়োতে ধরা পড়েছে ই-স্কুটারে বিস্ফোরণের মুহূর্ত। ভিডিয়োতে দেখা গিয়েছে, একটি বাড়িতে ই-স্কুটারটিকে চার্জে বসানো হয়েছে। সেই সময় ই-স্কুটার থেকে ধোঁয়া বেরোতে দেখা গেল। এর কয়েক মুহূর্তের মধ্যেই বিস্ফোরণ ঘটল। তার পরই দাউ দাউ করে আগুন ধরে গেল। যদিও ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।
WATCH: We've released frightening footage of an e-scooter battery explosion with a #ChargeSafe plea. Fortunately no one was seriously hurt but residents of the shared house in #Harlesden had to be rehomed due to the devastation. https://t.co/96LoDuBxRh pic.twitter.com/iHQ8MCnEgj
— London Fire Brigade (@LondonFire) May 18, 2023
বিবিসি সূত্রে খবর, বিস্ফোরণের ঘটনায় কেউ হতাহত হননি। দুর্ঘটনার সময় বাড়িতেই ছিলেন ই-স্কুটার মালিক। কিন্তু তিনি দূরে থাকায় অল্পের জন্য রক্ষা পেয়েছেন। লন্ডন দমকল বাহিনীর তরফে জানানো হয়েছে, চলতি বছরে এখনও পর্যন্ত ৪৮টি ই-বাইকে অগ্নিকাণ্ডের ঘটনা প্রকাশ্যে এসেছে। ১২টি ই-স্কুটারে আগুন লেগেছে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy