ক্যামেরার সামনে ফোন ধরে একটি ছবি দেখাচ্ছিলেন হলিউডের জনপ্রিয় অভিনেতা উইল স্মিথ। ছবিতে সাদা পাঞ্জাবি এবং লাল পাগড়ি পরে দেখা যাচ্ছে পঞ্জাবি গায়ক দিলজিৎ দোশাঞ্জকে। ফোন সরিয়ে নিতেই অভিনেতার পাশে একই অবতারে হাজির হলেন দিলজিৎ। নিজের গান বাজিয়ে স্মিথকে ভাংড়া শেখাচ্ছেন তিনি। সমাজমাধ্যমে এমনই একটি ভিডিয়ো পোস্ট করেছেন দিলজিৎ।
আরও পড়ুন:
রবিবার সকালে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করেছেন দিলজিৎ। সম্প্রতি হলি অভিনেতা উইল স্মিথের সঙ্গে দেখা করেছেন তিনি। সে কথা একটি ভিডিয়ো পোস্ট করে নিজের অনুরাগীদের জানান দিলজিৎ। ভিডিয়োয় দেখা গিয়েছে যে, দিলজিতের সঙ্গে ভাংড়া নাচছেন নায়ক। কখনও আবার হলি নায়ককে একাই নাচ করতে দেখা যাচ্ছে।
২০২৩ সালে ‘কেস’ নামের একটি গান মুক্তি পাওয়া পেয়েছিল দিলজিতের। সেই গানের সঙ্গেই নাচ করতে দেখা গেল দু’জনকে। গায়কের পরনে সাদা পাঞ্জাবি থাকলেও স্মিথকে নীল রঙের কর্ড সেট পরে ভাংড়া নাচতে দেখা গেল। নাচ শেষ হওয়ার পর একে অপরকে জড়িয়েও ধরলেন দু’জনে। ভিডিয়োটি পোস্ট করার পর নেটাগরিকদের অধিকাংশ তাতে ভালবাসার চিহ্ন এঁকে দিয়েছেন। কেউ কেউ আবার লিখেছেন, ‘‘স্মিথকে ভাংড়া নাচতেও শিখিয়ে দিলেন দিলজিৎ।’’