পেশায় শল্যচিকিৎসক তরুণ। অস্ত্রোপচার করে স্থূলকায় রোগীদের ওজন কমানোর চিকিৎসা করেন তিনি। এক ধাক্কায় ওজন কমিয়েছেন তরুণ নিজেও। তবে অস্ত্রোপচারের মাধ্যমে নয়। শরীরচর্চা এবং ডায়েট করেই ৪২ দিনের মাথায় ২৫ কেজি ওজন কমিয়ে ফেলেছেন তিনি নিজের স্বপ্নপূরণের জন্য। চিকিৎসকের এই ভোলবদল দেখে তাঁর কাছে আরও ভিড় জমাতে শুরু করেছেন স্থূলকায় রোগীরা।
আরও পড়ুন:
স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, তরুণের নাম ইউ তিয়াংগেন। ৩১ বছর বয়সি ইউ পেশায় চিকিৎসক হলেও তাঁর ইচ্ছা ছিল দেহসৌষ্ঠব প্রতিযোগিতায় অংশগ্রহণ করার। তবে ২০২৩ সালে স্বাস্থ্যপরীক্ষা করে ফ্যাটি লিভারের সামান্য সমস্যা ধরা পড়ে তাঁর। সেই সময় তাঁর ওজন ছিল ৯৭.৫ কেজি। দু’বছর ধরে শুধুমাত্র শরীরচর্চা করে ওজন কমিয়েছেন তিনি। চলতি বছরে দেহসৌষ্ঠব প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বিজয়ী হন ইউ। স্থানীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, বর্তমানে তাঁর উচ্চতা ১৮২ সেন্টিমিটার এবং তাঁর ওজন ৭৩.৫ কেজি।
ইউ বলেন, ‘‘আমি যদি নিজেই নিজের ওজন কমাতে না পারি, তা হলে রোগীদের ওজন কী ভাবে কমাব?’’ প্রতি দিন ভোর সাড়ে ৫টায় ঘুম থেকে উঠে এক ঘণ্টা শরীরচর্চা করতেন ইউ। মধ্য চিনের হুবেই প্রদেশের একটি হাসপাতালের চিকিৎসক তিনি। সকালে শরীরচর্চা করে কাজে বেরিয়ে পড়তেন ইউ। তার পর হাসপাতাল থেকে ফিরে আরও এক ঘণ্টা শরীরচর্চা করতেন তিনি। সারা দিনে ডায়েট মেনে খাওয়াদাওয়া করতেন তিনি। তবে কী কী খেতেন তা অবশ্য জানাননি ইউ।
সারা দিন নিয়ম করে দু’ঘণ্টা শরীরচর্চা এবং ছ’ঘণ্টা ঘুমোতেন তিনি। তবে প্রতিযোগিতার তারিখ এগিয়ে আসলে দিনে সময় বার করে মোট চার বার শরীরচর্চা করতেন ইউ। ওজন কমানোর পর তাঁর ভোলবদলের ছবি ছড়িয়ে পড়তেই তা স্থূলকায় রোগীদের মনে বিশ্বাস আরও দৃঢ় করে তোলে। ইউয়ের কাছে রোগীদের ভিড় ক্রমশ বৃদ্ধি পেতে শুরু করে। ইতিমধ্যেই ১০০ জন রোগীর চিকিৎসা করে ফেলেছেন ইউ।