বাথরুমে ঢুকে পড়েছে বিষধর গোখরো। তা দেখে ভয় পেয়ে তৎক্ষণাৎ সর্পউদ্ধারকারী কর্মীর সঙ্গে যোগাযোগ করেন বাড়ির মালকিন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান তরুণ কর্মী। খালি হাতেই গোখরোকে শৌচালয় থেকে বার করবেন তিনি। অস্ত্র বলতে শুধুমাত্র প্লাস্টিকের একটি বোতল। সমাজমাধ্যমে এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)।
আরও পড়ুন:
‘ক্রেজ়ি ক্লিপ্স’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, এক জন তরুণ হাতে প্লাস্টিকের বোতল নিয়ে ‘লড়াই’ করছেন একটি বিষধর গোখরোর সঙ্গে। শৌচালয়ের ভিতর ঢুকে পড়েছে গোখরোটি। তাকে সেখান থেকে বার করতে চাইছেন তরুণ। তরুণ যতই গোখরোর দিকে বোতলের মুখ এগিয়ে দিচ্ছেন, গোখরো ফণা তুলে ততই তরুণের দিকে এগিয়ে যাচ্ছে। কিন্তু তরুণের ভয় নেই।
বোতলের মুখ ক্রমশ গোখরোর দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন তিনি। অবশেষে তরুণের সাহসের কাছে হার মানল গোখরোটি। বোতলের ভিতর নিজে থেকেই ঢুকে পড়ল সে। গোখরোটি বোতলের ভিতর ঢুকে পড়তেই ছিপি দিয়ে মুখ বন্ধ করে দিলেন তরুণ। গোখরোটি যেন বোতলের ভিতর মারা না যায় সে কারণে বোতলের গায়ে বাতাস চলাচলের জন্য ছোট ছোট কয়েকটি গর্তও করে দিলেন তিনি। ঘটনাটি কোথায় ঘটেছে তা অবশ্য জানা যায়নি। তবে তরুণের সাহসের প্রশংসা করেছেন নেটব্যবহারকারীদের অধিকাংশ। এক জন নেটাগরিক লিখেছেন, ‘‘তরুণের সাহসকে কুর্নিশ না জানিয়ে পারছি না। আমি ওখানে থাকলে নিশ্চিত অজ্ঞান হয়ে পড়তাম।’’