আদর পুতুলকেই প্রেমিকা বানিয়েছিলেন। কিন্তু পাছে সেই ‘প্রেমিকা’কে দেখে ফেলে ছাত্রাবাসের বন্ধুরা! আতঙ্কে সেই পুতুলকে পুড়িয়ে ফেললেন তরুণ। আর তা করতে গিয়ে বাধল হুলস্থুল। পুতুল প্রেমিকার সঙ্গে পুড়ে গেল ছাত্রাবাসও। এমনই একটি ঘটনার কথা সম্প্রতি প্রকাশ্যে এসেছে। সমাজমাধ্যমে হইচইও ফেলেছে খবরটি। ‘সাউথ চায়না মর্নিং পোস্ট’-এর প্রতিবেদন অনুযায়ী, চিনের আনহুই প্রদেশের ‘হেফেই ইউনিভার্সিটি অফ টেকনোলজি’র ছাত্রাবাসে আগুন লাগার ঘটনাটি ঘটেছে।
আরও পড়ুন:
প্রতিবেদন অনুযায়ী, চিনের ওই পড়ুয়া ছাত্রাবাসে আদর পুতুলের সঙ্গে একাকী সময় কাটাচ্ছিলেন। এমন সময় তাঁর রুমমেটরা ফিরে আসেন। ভয়ে তিনি পুতুলটিকে ছাত্রাবাসের হলে পোড়ানোর চেষ্টা করেন। কিন্তু সেখান থেকে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে ছাত্রাবাসের একাংশে। তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তৎপরতায় দ্রুত সেই আগুন নিভিয়ে ফেলা হয়।
বিশ্ববিদ্যালয়ের এক কর্মী ‘সাউথ চায়না মর্নিং পোস্ট’কে বলেন, ‘‘পুতুলটি ছাত্রাবাসের ডরমেটরির হলে পুড়িয়ে ফেলা হয়েছিল। সেখান থেকেই আগুন ছড়ায়। নিরাপত্তারক্ষীরা অবিলম্বে দমকল বিভাগের সঙ্গে যোগাযোগ করেন। কিছু ক্ষণের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। কোনও সম্পত্তির ক্ষতি হয়নি। হতাহতের ঘটনাও ঘটেনি। আমরা ইতিমধ্যেই ওই পড়ুয়ার সঙ্গে কথা বলেছি।’’
আরও পড়ুন:
যদিও এই ঘটনার পর পদক্ষেপ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কর্তৃপক্ষের কড়া নির্দেশ, পড়ুয়ারা যেন কোনও ভাবেই সিলিকন বা রাবারের কোনও জিনিস ছাত্রাবাসের মধ্যে পোড়ানোর চেষ্টা না করেন। খবরটি প্রকাশ্যে আসতেই হইচই পড়েছে সমাজমাধ্যমে। ছাত্রাবাসে আগুন ধরা নিয়ে নেটাগরিকদের অনেকে উদ্বেগ প্রকাশ করলেও অনেকে আবার বিষয়টি নিয়ে মজার মন্তব্য করেছেন।