শুক্রবার বেঙ্গালুরুর কাছে ঘরের মাঠে ১৭ বছর পর হেরে গিয়ে চেন্নাইয়ের কোচ স্টিফেন ফ্লেমিং জানিয়েছিলেন, তাঁরা ঘরের মাঠের সুবিধা পাচ্ছেন না। সেই মন্তব্যে অবাক চেতেশ্বর পুজারা। তিনি জানিয়েছেন, চেন্নাই এমন একটা দল যারা বরাবর নিজেদের শক্তি অনুযায়ী পিচ তৈরি করে।
এক ওয়েবসাইটে পুজারা জানিয়েছেন, দীপক হুডা, শিবম দুবে, স্যাম কারেন এবং সর্বোপরি মহেন্দ্র সিংহ ধোনিকে আরও দায়িত্ব নিয়ে খেলতে হবে। পুজারা বলেছেন, “চেন্নাইয়ের হয়ে খেললে অভিযোগ করার কোনও জায়গা নেই। ওরা এমন একটা দল যারা সব সময় নিজেদের সুবিধামতো পিচ তৈরি করে। যদি ফ্লেমিং বলে যে ঘরের মাঠের সুবিধা পাচ্ছে না, তা হলে সেটা অবাক করার মতোই।”
পুজারার মতে, চেন্নাইয়ের পাশাপাশি মুম্বই, কলকাতাও নিজেদের পছন্দ অনুযায়ী পিচ তৈরি করে। তাঁর কথায়, “মুম্বই, চেন্নাই, কলকাতার পিচ নিয়ে অভিযোগ না করাই উচিত। অন্য কোনও দল হলে বুঝতাম। কিন্তু এই তিনটে দল যে পিচ চায় সেটাই পায়। এই কারণে ওরা ঘরের মাঠে এত শক্তিশালী।”
আরও পড়ুন:
যদিও ইডেনের পিচ নিয়ে কেকেআর খুশি নয় বলেই জানা গিয়েছে। আরসিবি-র কাছে হারের পরে ঘূর্ণি উইকেটের দাবি করেছিলেন অধিনায়ক অজিঙ্ক রাহানে। তবে এটাও জানিয়েছিলেন, পিচ দু’দিন ঢাকা থাকার কারণে কিছু বলার জায়গায় তাঁরা নেই। আগামী ম্যাচগুলিতে ঘূর্ণি উইকেট হবে বলেই জানা গিয়েছে।
চেন্নাইয়ের মিডল অর্ডার নিয়েও খুশি নন পুজারা। বলেছেন, “ওদের দ্রুত রান করা শুরু করতে হবে। ওরা মিডল অর্ডারের উপর অনেকটা নির্ভর করে। টপ অর্ডার আসল শক্তি মানছি। তবে কোনও এক দিন তারা খেলতে না পারলে মিডল অর্ডারকে দায়িত্ব নিতেই হবে। মনে হয় না এখনও ওরা সেটার জন্য তৈরি।”
- চলতি বছর আইপিএলের ১৮তম বর্ষ। ২০০৮ সাল থেকে শুরু হয়েছিল এই প্রতিযোগিতা। এখন এই প্রতিযোগিতায় খেলে মোট ১০টি দল। তাদের মধ্যেই চলে ভারতসেরা হওয়ার লড়াই।
- গত বার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে কলকাতা নাইট রাইডার্স। তিন বার এই ট্রফি জিতেছে তারা। মুম্বই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংস পাঁচ বার করে চ্যাম্পিয়ন হয়েছে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, দিল্লি ক্যাপিটালস, পঞ্জাব কিংস ও লখনউ সুপার জায়ান্টস এখনও পর্যন্ত এক বারও আইপিএল জিততে পারেনি।
-
২২:৩৭
২৭ কোটির পন্থ আবার ব্যর্থ, লখনউকে হেলায় হারাল পঞ্জাব, পর পর দু’ম্যাচে জয় শ্রেয়সদের -
২১:০৯
দায়িত্বজ্ঞানহীন পন্থ! পুরান, বাদোনি, সামাদের ব্যাটে পঞ্জাবের সামনে ১৭২ রানের লক্ষ্য দিল লখনউ -
১৭:১৪
আলু, খুবানি দিয়ে বিরিয়ানি খেয়ে মুম্বই ম্যাচে নেমেছিল কেকেআর! শেষে ২৯ ওভারে হার হজম -
১৪:১৮
কেকেআর এখনও প্রথম একাদশই খুঁজে পায়নি! মুম্বইয়ের কাছে পর্যুদস্ত হয়ে ফাঁস করলেন দলের ক্রিকেটার -
১২:৫৪
৩০ টাকার অটো থেকে ৩০ লাখি অশ্বনী, কেকেআরের ট্রায়ালে বাতিল ক্রিকেটারের কাছেই হার মানল কলকাতা