Advertisement
২১ জানুয়ারি ২০২৫
viral news of lake como

বোতলবন্দি টাটকা বাতাস! ‘সামান্য’ খরচে বাড়ি বসেই শুঁকতে পারবেন লেক কোমোর বিশুদ্ধ হাওয়া

টিনজাত বাতাস বিক্রির ধারণা ইতালি বা বিশ্বে নতুন নয়। নেপল্‌সে বছরের পর বছর ধরে সেখানকার পর্যটন ব্যবসায়ীরা স্থানীয় বাতাস বিক্রি করে আসছেন।

canned air of Italy lake como on sale for tourists

ছবি: সংগৃহীত।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১১ নভেম্বর ২০২৪ ১৫:০৩
Share: Save:

এক কৌটো টাটকা বাতাস। তার দাম হাজার টাকার কাছাকাছি। প্রতি কৌটোয় ভরা আছে লেক কোমোর ৪০০ মিলি বিশুদ্ধ বাতাস। ইতালি ঘুরতে এলে ভ্রমণের স্মৃতি হিসাবে যে কেউই স্মারক হিসাবে লেকের কৌটোবন্দি বাতাস নিজের দেশে নিয়ে যেতে পারবেন। ইতালি কমিউনিকা নামের একটি ভ্রমণ সংস্থার বিপণন কৌশল এটি। ইতিমধ্যে যা বেশ জনপ্রিয়ও হয়েছে।

ইন্টারনেটে যিনি প্রথম লেক কোমো পোস্টার বিক্রি করেছিলেন সেই বিপণন বিশেষজ্ঞ ডেভিড অ্যাবাগনালে এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। এই স্মারকটি একটি সুন্দর স্মৃতি হিসাবে সারা জীবন হৃদয়ে থেকে যাবে বলে মনে করছেন তিনি। বাতাসভর্তি কৌটোটি খোলার পর তা পেন রাখার আধার হিসাবেও ব্যবহার করা যেতে পারে। কোমোর মেয়র আলেসান্দ্রো র‌্যাপিনিস বলেছেন, তিনি যদি পর্যটক হতেন তবে এটি তাঁর পছন্দের তালিকায় থাকত না। তবে এই পণ্যটির নতুনত্ব রয়েছে বলে স্বীকার করেছেন তিনি। ছবির মতো সুন্দর শহরের মেয়র হিসাবে তিনি চান পর্যটকেরা যেন টাটকা বাতাসের সঙ্গে সুন্দর স্মৃতিও বহন করে নিয়ে যান। ২০২৩ সালেই ৫৬ লক্ষ পর্যটকের পর্যটকের পা পড়েছিল লেক কোমোয়। সেই সংখ্যা ক্রমবর্ধমান।

টিনজাত বাতাস বিক্রির ধারণা ইতালি বা বিশ্বে নতুন নয়। নেপল্‌সে বছরের পর বছর ধরে সেখানকার পর্যটন ব্যবসায়ীরা স্থানীয় বাতাস বিক্রি করে আসছেন। ২০২০ সালে একটি সংস্থা ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস এবং উত্তর আয়ারল্যান্ড থেকে ‘খাঁটি’ বাতাস বোতলবন্দি করে বিক্রি করা শুরু করে। পর্যটকেরা এমনকি আইসল্যান্ডেও পর্যটকেরা বাতাসের কৌটো কিনতে পারেন।

অন্য বিষয়গুলি:

Italy Canned Air lake Europe Tourist
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy