ছবি: এক্স থেকে নেওয়া।
একজন নয় তিন তিন জন বান্ধবী। তাদের নানা উপহার দিতে আস্ত একটা ব্যাঙ্ক লুট করার পরিকল্পনা করে ফেললেন উত্তরপ্রদেশের বরাবাঁকির এক যুবক। ব্যাঙ্ক থেকে টাকা লুট করার সেই পরিকল্পনা অবশ্য ভেস্তে যাওয়ায় যুবকের ঠাঁই হয়েছে শ্রীঘরে। আব্দুল সামাদ খান ওরফে শাহিদ খান নামে ওই যুবক কানাডা প্রবাসী বান্ধবীর জন্য দামি উপহার কিনতে ডাকাতির পরিকল্পনা করেছিলেন বলে পুলিশ সূত্রে খবর। বরাবাঁকি ও কেরলে ওই যুবকের আরও দুই বান্ধবী রয়েছেন বলে জানা গিয়েছে।
ইনস্টাগ্রামে কানাডার তরুণীর সঙ্গে বন্ধুত্ব জমান শাহিদ। তাঁকে দামি উপহার পাঠিয়ে মুগ্ধ করার চেষ্টা করেছিলেন এই যুবক। বাকি দুই বান্ধবীর জন্য একই পন্থা অবলম্বন করতে গিয়েও মোটা টাকার দরকার পড়ছিল তাঁর। ৩০ অক্টোবর তিনি স্থানীয় একটি ব্যাঙ্কের কাছে বসে চা খাচ্ছিলেন। বহু লোককে ব্যাঙ্কে যাতায়াত করতে দেখে শাহিদের মনে হয়েছিল ব্যাঙ্কটিতে কয়েক কোটি টাকা জমা রয়েছে। দীপাবলি উপলক্ষে ব্যাঙ্ক ৩-৪ দিন বন্ধ থাকার সুযোগ কাজে লাগাতে চেয়ে ৩১ অক্টোবর রাতে ব্যাঙ্কে হানা দেন শাহিদ। ছায়া চৌরাহায় পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের শাখার ভিতরে ঢুকে মূল ফটকটি লোহা কাটার যন্ত্র দিয়ে কাটার চেষ্টা করেন। সেই পরিকল্পনা সফল হয়নি। যে হেতু ব্যাঙ্কের ভিতরে ঢুকতে পারেননি, তাই ভল্টের সন্ধান পাননি শাহিদ।
ছুটি শেষে ৪ নভেম্বর যখন ব্যাঙ্ক খোলা হয় তখন শাখার আধিকারিক ভাঙচুরের চিহ্ন লক্ষ করেন। গোলমালের আঁচ করে তিনি পুলিশের সঙ্গে যোগাযোগ করেন। পুলিশ এসে ৭০টিরও বেশি সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে দেখে। সিসিটিভি ফুটেজ দেখে শাহিদকে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে গ্রেফতার করা হয়। এক্স সমাজমাধ্যমে ‘রূপেন্দ্র ভি যাদব’ নামের একটি হ্যান্ডল থেকে একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন। সেখানে দেখা গিয়েছে পুলিশ অভিযু্ক্ত শাহিদকে গ্রেফতার করে নিয়ে থানায় ঢুকছে। কী ভাবে ডাকাতির পরিকল্পনা করলেন? স্থানীয় সাংবাদিকেরা জানতে চাইলে শাহিদ উত্তর দেন, ‘‘পরবর্তী পর্বে তা প্রকাশ করব।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy