ষাঁড়কে দেখে ভয়ে পালাল বাঘ। প্রতীকী ছবি।
চারপাশে ঘন জঙ্গল ঘেরা রাস্তা। চারদিকে কেউ নেই, সুনসান। দূরে দাঁড়িয়ে একটি বাস। এমন সময় দেখা গেল, তীর বেগে ছুটে আসছে একটি ষাঁড়। পা টিপে টিপে রাস্তার উপরে উঠছিল একটি বাঘ। ষাঁড়টিকে শিকার করাই তার লক্ষ্য ছিল।
বাঘটি বোধহয় ভেবেছিল, ষাঁড়টি এলেই সে ঝাঁপিয়ে পড়বে। কিন্তু যা ভাবি আমরা, তা কি আর সবসময় সত্যি হয়! ষাঁড়টি কাছে এলেও তাকে ধরা তো দূর, রীতিমতো ভয় পেয়ে পিছু হঠতে হল বাঘটিকে। এমনই একটি ভিডিয়ো সম্প্রতি ভাইরাল হয়েছে নেটমাধ্যমে।
Courage is found in unlikely places…
— Susanta Nanda IFS (@susantananda3) August 30, 2022
Bull scares away the tiger. This is not the behaviour apex predator that we know. Pressure of human presence is perhaps having a huge role.
WA fwd pic.twitter.com/6A4kx39yVc
ভিডিয়োতে দেখা গিয়েছে, রীতিমতো দৌড়ে আসছে ষাঁড়টি। পা টিপে টিপে শিকারের উদ্দেশে রাস্তায় এলেও ষাঁড়টির উপর ঝাঁপাতে পারেনি বাঘটি। বরং বাঘটিকে দেখে গুঁতোনোর মতো হাবভাব দেখিয়ে সামনে দৌড়ে গেল ষাঁড়টি। এমন ভাবে ষাঁড়টি দৌড়ে এল, যা দেখে ভয় পেয়ে জঙ্গলের মধ্যে দৌড়ে পালল বাঘটি।
যার ভয়ে জঙ্গলে সবাই ত্রস্ত থাকে, সেই বাঘই কিনা একটি ষাঁড়কে দেখে ভয় পেল! এমন কাণ্ডে অনেকেই চমকে গিয়েছেন। ভিডিয়োটি নেটমাধ্যমে খুবই জনপ্রিয় হয়েছে।
জন্তুদের নিয়ে এমন অনেক ভিডিয়োই ইদানীং নেটমাধ্যমে চোখে পড়ছে। যেখানে জন্তুদের নানা কীর্তিকলাপের টুকরো মুহূর্ত দেখা যায়। এই ভিডিয়োটিও ঠিক সে রকমই নজর কেড়েছে। এটি টুইট করেছেন বন দফতরের আধিকারিক সুশান্ত নন্দা। তবে ভিডিয়োটি কোন এলাকার, তা জানা যায়নি।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy