হবু স্ত্রীকে চমক দিতে হবে। চমকে দিতে হবে আত্মীয়স্বজনদেরও। তাই পাঁচ হাজার ফুট উঁচু থেকে স্কাইডাইভ করে বিয়ে করতে পৌঁছোলেন ব্রিটিশ সেনাবাহিনীর এক সদস্য। সবাইকে মুগ্ধ করে হাসতে হাসতে ঢুকলেন বিয়ে করতে। তবে বেগ পেতে হল বিয়ের রাতে পাত্রীর সঙ্গে নাচতে গিয়ে। বুঝতে পারলেন কেরামতি দেখাতে গিয়ে পা ভেঙেছে তাঁর।
আরও পড়ুন:
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ব্রিটেনের ওই সেনার নাম এডি রাড। ৩১ বছর বয়সি এডি কর্পোরাল পদে কর্মরত। ব্রিটিশ সেনাবাহিনীর অভিজাত প্যারাসুট বাহিনী ‘দ্য টাইগার্স’-এর সদস্য তিনি। সম্প্রতি তাঁর বিয়ে ঠিক হয়েছিল। বিয়েতে প্রবেশের মুহূর্ত চিরস্মরণীয় করে রাখতে চার সহকর্মীর সঙ্গে স্কাইডাইভ করে বিয়েবাড়িতে ঢোকার সিদ্ধান্ত নিয়েছিলেন এডি। ঠিক করেছিলেন পাঁচ হাজার ফুট উচ্চতা থেকে ঝাঁপ দেবেন। যেমন ভাবা তেমনই কাজ। হবু স্ত্রী ক্যাসান্দ্রা এবং পাত্রীপক্ষকে চমকে দিতে স্কাইডাইভ করে বিয়েবাড়িতে প্রবেশ করেন তিনি। প্রথমে সব কিছু স্বাভাবিক মনে হলেও কয়েক ঘণ্টা পরে ডান পায়ে ব্যথা অনুভব করতে শুরু করেন তিনি। তবে তারও কিছু ক্ষণ পরে বিষয়টি স্পষ্ট হয়।
আরও পড়ুন:
বিয়ের রাতে ক্যাসান্দ্রাকে নিয়ে নাচার সময় বেগ পেতে হয় এডিকে। তিনি দেখেন তাঁর ডান পা ফুলে গিয়েছে। পরীক্ষা করে দেখা যায়, এডির ডান পায়ের ফিবুলা হাড়টি ভেঙে গিয়েছে। আর সে কারণেই ব্যথা অনুভব করছেন তিনি।
আরও পড়ুন:
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ২০১৫ সালে স্কাইডাইভিং শুরু করার পর থেকে প্রায় হাজারেরও বেশি বার মধ্যগগন থেকে লাফ দিয়েছেন এডি। কিন্তু বিয়ের দিন পা ভাঙায় তাঁর মনও ভেঙেছে। মধুচন্দ্রিমা মাটি হওয়ার আশঙ্কাও করেছেন। উল্লেখ্য, বিয়ের দিন স্কাইডাইভিং করতে গিয়ে ব্রিটিশ সেনাবাহিনীর সদস্যের পা ভাঙার ঘটনাটি প্রকাশ্যে আসতে সমাজমাধ্যমে দুঃখপ্রকাশ করেছেন নেটাগরিকদের অনেকে।