সন্তানেরা কম বয়সেই স্বনির্ভর হয়ে পড়লে তা তাদের ভবিষ্যতের জন্য ভাল। এমন চিন্তা করেই ১২ বছরের কন্যাকে আলাদা করে দিলেন তার বাবা-মা। সমাজমাধ্যমে সেই কথা-ই ভিডিয়ো পোস্ট করে জানালেন বালিকার মা (যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)।
‘অর্গানাইজ়ডক্যাওস৪বাস’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় ঘরদোর পরিষ্কার করতে দেখা গিয়েছে এক মহিলাকে। সেই মহিলার নাম অড্রে বারটনকে। ব্রিটেনের বাসিন্দা তিনি। অড্রে জানিয়েছেন, তাঁর কন্যার বয়স ১২ বছর। কিন্তু ১২ বছর বয়সেই মেয়ের ঘর আলাদা করে দিয়েছেন তিনি। লক্ষ লক্ষ টাকা খরচও করেছেন তিনি।
কন্যা যেন কম বয়সেই স্বনির্ভর হয়ে যেতে পারে সে কারণেই এমন সিদ্ধান্ত নিয়েছেন অড্রে। অড্রের বাড়ির গ্যারাজের উপর একটি ঘর সুন্দর করে সাজিয়ে দিয়েছেন তিনি। বেডরুম, রান্নাঘর থেকে শুরু করে কন্যার জন্য তৈরি করে দিয়েছেন আলাদা শৌচালয়ও। অড্রের দাবি, ১২ বছর বয়স থেকেই তাঁর কন্যা নিজেই নিজের ঘর পরিষ্কার করে। নিজের জামাকাপড় নিজেই কেচে ফেলে সে।
দু’মাস অন্তর কন্যার ঘর পরিষ্কার করতে যান অড্রে। তা শুধুমাত্র অভিভাবিকার দায়িত্বপালনের জন্য নয়, বরং কন্যার প্রতি তাঁর ভালবাসা খাতিরে। এই ভিডিয়োটি দেখে তরুণীর প্রশংসা করেছেন নেটাগরিকদের একাংশ। এক জন লিখেছেন, ‘‘আপনি খুব ভাল সিদ্ধান্ত নিয়েছেন। আপনার মেয়ে খুব কম বয়সেই পরিণতমনস্কা হয়ে উঠবে।’’ আবার এক জন তরুণীর কন্যার জন্য চিন্তা প্রকাশ করে লিখেছেন, ‘‘আহা রে! এত টুকু বয়স! কী করে যে বাড়ির সব কাজ একা হাতে সামলায় কে জানে?’’