পা নেই তবুও মাটি থেকে দশ ফুট উঁচুতে সোজা হয়ে দাঁড়িয়ে পড়ল বিশাল এক অজগর। লেজে ভর দিয়ে প্রায় ১০ ফুট উঁচু একটি গাছের ডালে চড়ে বসল রাক্ষুসে সাপটি। উত্তরপ্রদেশের বান্দা জেলার আদারি গ্রামে দেখা মিলল সেই সাপটির। গাছের ডাল ধরে ভারি শরীরটি টান টান করে সোজা হয়ে দাঁড়িয়ে পড়ে সাপটি। যা দেখে হতবাক হয়ে যান স্থানীয় বাসিন্দারা। এই আশ্চর্য ঘটনার একটি ভিডিয়োই সম্প্রতি ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। স্থানীয়দের দাবি, বেশ কিছু দিন ধরেই এলাকায় ঘোরাফেরা করছিল অজগরটি। ভাইরাল হওয়া সেই ভিডিয়োটি পোস্ট করেছেন বনদফতরের কর্তা সুশান্ত নন্দা। যিনি প্রায়ই এই ধরনের ভি়ডিয়ো এক্স মাধ্যমে নিজের হ্যান্ডল থেকে পোস্ট করে থাকেন।
ভিডিয়োয় দেখা গিয়েছে, সাপটি একটি পেয়ারা গাছে ওঠার চেষ্টা করছিল। মাটি থেকে বেশ কিছুটা উপরে ডালে নাগাল পেতে সাপটি প্রথমে মুখ উঁচু করে উঠে পড়ে। ধীরে ধীরে গোটা শরীরকে সোজা করে দেয়। সাপটি দের্ঘ্যে প্রায় ২৫ ফুট লম্বা ও চার ফুট চও়়ড়া। সাপটির ভিডিয়ো দেখে আশপাশের অঞ্চলের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। ২৬ ডিসেম্বর এই ভিডিয়োটি প্রকাশ করার পর বন দফতরের পক্ষ থেকে একটি দল ঘটনাস্থল ঘুরে দেখেন। অজগরটিকে উদ্ধার করে নিরাপদ স্থানে ছেড়ে দেওয়ার চেষ্টা চলছে বলে বন দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে। গ্রামবাসীদেরও সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন বনকর্তারা।