Advertisement
২৯ ডিসেম্বর ২০২৪
Viral Video

প্রবল গতিতে চলছে গাড়ি, বনেটে বসে ১০ বছরের শিশু! ভিডিয়ো দেখে শিউরে উঠল সমাজমাধ্যম

এক্স মাধ্যমের একটি অ্যাকাউন্ট থেকে ভাইরাল হওয়া সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি শিশুকে একটি দ্রুতগামী গাড়ির বনেটে বসিয়ে রাখা হয়েছে।

Viral video of a child on the bonnet of a moving car
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২৮ ডিসেম্বর ২০২৪ ১০:৫০
Share: Save:

জীবনের ঝুঁকি নিয়ে সমাজমাধ্যমে খ্যাতি পাওয়ার চেষ্টা। শুধু তাই নয়, রয়েছে রিল বা ভিডিয়ো তৈরি করে সমাজমাধ্যম থেকে লাখ লাখ টাকা আয় করার হাতছানিও। চলন্ত ট্রেন, বাইক বা গাড়িতে স্টান্ট দেখাতে গিয়ে জীবনের বাজি রাখেন অনেকেই। তবে এ বার যা ঘটল তা দেখে শিউরে উঠল সমাজমাধ্যম। খ্যাতি পাওয়ার জন্য এক শিশুকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার এক দৃশ্য সম্প্রতি ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে। চলন্ত গাড়ির বনেটের উপর এক শিশুকে চাপিয়ে রাস্তায় ঘুরতে দেখা গেল রাজস্থানের ঝালওয়ারে। সমাজমাধ্যমে এই ভিডিয়োটি ছড়িয়ে পড়তেই সমালোচনার ঝড় বয়ে গিয়েছে। নেটমাধ্যম ব্যবহারকারীরা তাঁদের ক্ষোভ উগরে দিয়েছেন পোস্টে। যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।

এক্স মাধ্যমের একটি অ্যাকাউন্ট থেকে ভাইরাল হওয়া সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি শিশুকে একটি দ্রুতগামী গাড়ির বনেটে বসিয়ে রাখা হয়েছে। অন্য গাড়িতে বসা এক যাত্রী এই ভিডিয়োটি ক্যামেরাবন্দি করছেন। শিশুটির বয়স ১০-১২ বছর এবং গাড়ির চালক সমাজমাধ্যমের জন্য রিল তৈরির করার জন্য শিশুটির জীবনের ঝুঁকি নিয়েছিলেন বলে জানা গিয়েছে। ভিডিয়োয় গাড়িটির নম্বরও দেখা যাচ্ছে। ভিডিয়োটি ভাইরাল হতেই বিষয়টি নজরে আসে পুলিশের। অভিযুক্তকে ধরতে পুলিশ ভিডিয়োটি খতিয়ে দেখছে। পুলিশ কোনও ব্যবস্থা নিয়েছে বলে খবর পাওয়া যায়নি। ভিডিয়োর সঠিক সময় ও তারিখ সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি। ভিডিয়ো দেখে ক্ষুব্ধ নেটমাধ্যম ব্যবহারকারীরা। এক জন লিখেছেন, ‘‘বাবা-মা যদি এমন বেপরোয়া হন তা হলে আমরা কী করতে পারি।’’ তবে আদৌ গাড়িটি ওই শিশুর বাবা-মা চালাচ্ছিলেন কি না তা-ও স্পষ্ট নয়।

রাজস্থানে এমন ঘটনা এই প্রথম নয়। সমাজমাধ্যমের জন্য যাঁরা বিপজ্জনক স্টান্ট করেন, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থাও নিয়েছে স্থানীয় পুলিশ। আগের একটি ঘটনায় দুই ব্যক্তি একটি দ্রুতগামী গাড়ি নিয়ে বিপজ্জনক স্টান্ট করতে গিয়ে ধরা পড়েছিলেন। পুলিশ তাঁদের গাড়ি আটক করে, শাস্তি হয় দোষীদেরও।

অন্য বিষয়গুলি:

Viral Video Viral Story Uttar Pradesh Lucknow
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy