Advertisement
২৮ ডিসেম্বর ২০২৪
cctv in room

২৪ ঘণ্টা ঘরে ক্যামেরাবন্দি ছাত্রী, বাবা-মার আচরণে হতাশ কিশোরী নালিশ জানাল সমাজমাধ্যমে

সমাজমাধ্যম রেডিটে একটি পোস্ট করে ওই কিশোরী বলেছে, সাত মাস আগে তার ঘরে একটি সিসিটিভি ক্যামেরা বসিয়ে দেন তার বাবা-মা।

Student shared her worries regarding her parents installing a CCTV  in her room

—প্রতীকী ছবি।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২৭ ডিসেম্বর ২০২৪ ১৩:৪০
Share: Save:

পরীক্ষার প্রস্তুতি কেমন চলছে তা নজরদারি করার জন্য কিশোরীর শোওয়ার ঘরে সিসিটিভি ক্যামেরা বসালেন বাবা-মা। সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষার জন্য কেমন লেখাপড়া করছে মেয়ে, ২৪ ঘণ্টা তা দেখার জন্য এই ব্যবস্থা করেছেন অভিভাবকেরা। সেই ঘটনার কথা সমাজমাধ্যমে জানিয়ে নালিশ করল সেই ছাত্রী। ১৬ বছর বয়সি পরীক্ষার্থী জানিয়েছে, তার উপর নজর রাখতে এই ব্যবস্থা করেছেন বাবা-মা, যা একেবারেই না-পসন্দ কিশোরীর। বার বার এই ঘটনার প্রতিবাদ করলেও কোনও ফল মেলেনি বলেও জানিয়েছে সে। বাধ্য হয়ে সমাজমাধ্যমেই বাড়ি ছেড়ে দেওয়ার হুমকি দিয়েছে কিশোরী।

সমাজমাধ্যম রেডিটে একটি পোস্ট করে ওই কিশোরী অভিযোগ করে সাত মাস আগে তার ঘরে একটি সিসিটিভি ক্যামেরা বসিয়ে দেন তার বাবা মা। সে এ সম্পর্কে খুবই বিরক্ত হয়ে প্রতিবাদ করলেও তার ফল মেলেনি। ২৪ ঘণ্টা নজরবন্দি হয়ে কাটানোর কয়েক দিন পর সে নিজের ঘর বদলে ফেলার সিদ্ধান্ত নিয়েছিল। কিশোরী ভেবেছিল, জায়গা পরিবর্তন করলে হয়তো সেই ঘরে ক্যামেরা বসাতে পারবেন না বাবা-মা। সেই ধারণা ভুল প্রমাণিত হয়েছে কিশোরীর। কয়েক দিন আগেই সে তার নতুন ঘরে আরও একটি ক্যামেরা খুঁজে পায়। তার পরেই সে সমাজমাধ্যমে মুখ খুলে জানায় ওই বাড়িতে থাকতে চায় না। কিশোরীর সেই ভাইরাল পোস্টে তিন হাজারের বেশি লাইক ও এক হাজার কমেন্ট জমা পড়েছে ইতিমধ্যেই।

অন্য বিষয়গুলি:

JEE Student CCTV social site Social Post
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy