চাকরির খোঁজে হন্যে হয়ে ঘুরছিলেন তরুণী। যে করেই হোক চাকরি পেতেই হত তাঁকে। ১০০টি চাকরিতে আবেদনের পর তাঁর ভাগ্যে অবশেষে শিকে ছিঁড়েছিল। বহুপ্রতীক্ষিত চাকরিটি পাওয়ার পর তিনি কাজে যোগ দিতে যান। কিন্তু সেখানে গিয়ে যে অভিজ্ঞতার মুখোমুখি হতে হল, তাতে মাত্র ১০ মিনিটেই কর্মক্ষেত্র ছেড়ে দৌড়ে পালিয়ে গেলেন ওই তরুণী। ঠিক কী ঘটেছিল তাঁর সঙ্গে?
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, ব্রিটেনের বাসিন্দা সোফি ওয়ার্ড অস্ট্রেলিয়ায় গিয়ে চাকরি খুঁজছিলেন। বহু বার নানা সংস্থায় চাকরির আবেদন করেও লাভ হচ্ছিল না। বার বার প্রত্যাখ্যাত হন তিনি। সোফি জানান যে অস্ট্রেলিয়ায় চাকরি খুঁজে পেতে তাকে অনেক সংগ্রাম করতে হয়েছে। তিনি অনলাইনে ও সমাজমাধ্যমেও চাকরির জন্য আবেদন পাঠান। কিন্তু প্রতি বারই তাঁর আবেদন খারিজ হয়ে যাচ্ছিল। শেষমেশ বড় ডিপার্টমেন্টাল স্টোরেও চাকরির জন্য দরখাস্ত করেন তিনি। গ্রাহক পরিষেবার ক্ষেত্রে তাঁর পূর্ব অভিজ্ঞতা থাকলেও সংশ্লিষ্ট সংস্থা থেকে ডাক পাননি তিনি। সোফি সংবাদমাধ্যমে জানিয়েছেন, অনেক সংস্থাই তাঁর তিন দফা সাক্ষাৎকার নিয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত কোনও উত্তর না দিয়েই তারা যোগাযোগ বন্ধ করে দেয়। অবশেষে একটি শিশু পরিচর্যা সংস্থার থেকে ডাক পান সোফি। সেখানকার চাকরির প্রস্তাবটি সোফি গ্রহণ করতে বাধ্য হন। প্রথম দিন কাজের জায়গায় গিয়ে তিনি চেষ্টা করেন কাজের পরিবেশে নিজেকে মানিয়ে নিতে। ১০ মিনিটের মধ্যেই তিনি বুঝতে পারেন এই কাজটির জন্য তিনি যোগ্য নন। তল্পিতল্পা ফেলে রেখেই সেখান থেকে পালিয়ে যান সোফি।
আরও পড়ুন:
কিন্তু ১০ মিনিটে পালিয়ে যাওয়ার কারণ কী? সোফি সেখানে পৌঁছে দেখেন একসঙ্গে ১০টি শিশু তারস্বরে কাঁদছে। এই পরিবেশ ও দৃশ্য সোফির পক্ষে সহ্য করা কঠিন হয়ে পড়ে। তাই তিনি দ্রুত সেখান থেকে সরে পড়েন। এমনকি নিজের খাবারের কৌটোটিও সেখানে ফেলে চলে আসেন। সোফি জানিয়েছিলেন, অফিসে ফিরে গিয়ে কৌটো ফেরত নেওয়ার সাহসও হয়নি তাঁর।