ভারতের রাস্তাঘাটে যেমন কুকুর-বিড়াল ঘুরে বেড়াতে দেখতে পাওয়া যায়, অস্ট্রেলিয়াতেও তেমনই ক্যাঙারুদের ঘুরে বেড়াতে দেখতে পাওয়া যায়। এই ঘটনা অনেকেরই জানা। কিন্তু তাদের মধ্যে কেউ কেউ যে দৈত্যের মতো আপনার সামনে এসে দাঁড়িয়ে পড়তে পারে সেটা কি আগে জানতেন? সম্প্রতি সেই রকমই শিহরন জাগানো একটি পুরনো ভিডিয়ো পুনরায় ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়। সেই ভিডিয়োয় দেখা যাচ্ছে একটি প্রায় সাত ফুটেরও বেশি উচ্চতার ক্যাঙারু বাড়ির উঠোনে দাঁড়িয়ে রয়েছে। মাঝেমধ্যে আবার ভয়ঙ্কর নজরে তাকিয়ে পিঠটাকে পিছনের দিকে বেঁকাচ্ছে সে। দেখে মনে হচ্ছে যেন কোনও যুদ্ধে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে ক্যাঙারুটি। সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ভিডিয়ো অনুসারে ঘটনাটি অস্ট্রেলিয়ায় ঘটেছে।
আরও পড়ুন:
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি বাড়ির উঠোনে দাঁড়িয়ে রয়েছে দু’টি ক্যাঙারু। দু’জনেই বেশ হৃষ্টপুষ্ট। কিন্তু তাদের মধ্যে একটি ক্যাঙারু হঠাৎই চার পায়ের বদলে দু’পায়ের সাহায্যে উঠে দাঁড়াল। বিশাল সেই শরীর দেখে ভয় পেয়ে গেল অপর ক্যাঙারুটি। ভয়ার্ত চোখে সে সঙ্গীর দিকে তাকিয়ে থাকল। কিন্তু দৈত্যরূপী ক্যাঙারুটির তাতে কিছু এল-গেল না। সাত ফুটেরও বেশি উচ্চতার শরীর নিয়ে দাঁড়িয়ে সে আড়মোড়া ভাঙতে লাগল। দেখে মনে হল যেন শরীরচর্চা করছে। সুঠাম পিঠ একিয়ে-বেঁকিয়ে ক্যাঙারুটি যেন দেহের সমস্ত ক্লান্তি ঝেড়ে ফেলে দিল। তার পর চোখ দু’টি বড় বড় করে মেলে এক বার আশপাশে দেখে নিল। আবার পিঠটি পিছনের দিকে ধনুকের মতো বেঁকালো সে। অপর ক্যাঙারুটি পুরো ঘটনাটাই বিস্ময় নিয়ে দেখে চলল। যেই বাড়ির উঠোনে এই ঘটনাটি ঘটেছে, হয়তো সেই বাড়িরই কেউ ক্যাঙারুর সেই কীর্তি ক্যামেরাবন্দি করেছেন। সেই ঘটনাই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়।
আরও পড়ুন:
আরও পড়ুন:
‘স্কুয়াচওয়াচ১’ নামের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি ভাইরালও হয়েছে। ভিডিয়োটিতে প্রচুর লাইক ও কমেন্ট পড়েছে। ইতিমধ্যে প্রায় সাড়ে পাঁচ লক্ষেরও বেশি নেটাগরিক ভিডিয়োটিতে প্রতিক্রিয়া জানিয়েছেন। ক্যাঙারুটির সেই আজব কীর্তি দেখে নেটাগরিকেরা বলেছেন ক্যাঙারুটিকে ‘ভূতে ভর’ করেছে।