Advertisement
১৯ জানুয়ারি ২০২৫
Durga Puja 2022

বিলাসবহুল বাসে চড়ে কলকাতা ও শহরতলির বিখ্যাত পুজো দেখার ব্যবস্থা করল রাজ্য পরিবহণ দফতর

শহরের বেশ কিছু বৃদ্ধাশ্রম থেকেও নবমীর দিন সেখানকার বাসিন্দাদের বিনামূল্যে শহরের বিভিন্ন পুজো প্যান্ডেল ঘুরিয়ে দেখানোর উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

পাঁচ বছরের নীচে শিশুরা বিনামূল্যেই ঠাকুর দেখতে পারবে সরকারি বাসে চড়ে।

পাঁচ বছরের নীচে শিশুরা বিনামূল্যেই ঠাকুর দেখতে পারবে সরকারি বাসে চড়ে।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২২ ২০:৩২
Share: Save:

এবার পুজোয় উপরি পাওনা কলকাতাবাসীর৷ সপ্তমী থেকে নবমী পর্যন্ত ভলভো এসি বাসে কলকাতা-সহ শহরতলির বেশ কয়েকটি বিখ্যাত পুজো দেখার সুযোগ করে দেবে পশ্চিমবঙ্গ পরিবহণ নিগম। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে এমনটাই জানিয়েছিলেন রাজ্যের পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী৷ শনিবার পরিবহণ মন্ত্রী আরও জানান, শহরের বেশ কিছু বৃদ্ধাশ্রম থেকেও নবমীর দিন সেখানকার বাসিন্দাদের বিনামূল্যে শহরের বিভিন্ন পুজো মণ্ডপ ঘুরিয়ে দেখানোর উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। পরিবহণ মন্ত্রী বলেন, ‘‘শহর এবং শহরতলির পুজোগুলিকে সাধারণ মানুষকে ঘুরিয়ে দেখানোর পাশাপাশি তাঁদের সারা দিন যাতে আনন্দের মধ্য দিয়ে কাটে, সেই ব্যবস্থা করেছে পশ্চিমবঙ্গ পরিবহণ নিগম। সকাল থেকে বিকেল পর্যন্ত কলকাতা-সহ শহরতলি এবং বনেদি বাড়ির পুজো বাসে চাপিয়ে ঘুরিয়ে দেখাতে প্যাকেজ পরিষেবা শুরু করতে চলেছে রাজ্য সরকার।’’

কী কী থাকছে সেই বিশেষ প্যাকেজে?

বনেদি বাড়ির ঠাকুর দেখা

একটি বিশেষ প্যাকেজে থাকবে ভলভো এসি বাসে চড়ে বনেদি বাড়ির ঠাকুর দেখার সুযোগ। এসপ্ল্যানেড ট্রাম টার্মিনাস থেকে সপ্তমী-নবমী পর্যন্ত সকাল ৮টায় ছাড়বে বাস। সেই বাসে চড়েই আপনি ঘুরতে পারবেন বদনচন্দ্র রায়ের বাড়ি, বাগবাজার হালদার বাড়ি, শোভাবাজার রাজবাড়ি, রানি রাসমণির বাড়ি, বেহালা রায় বাড়ির পুজো। ভাড়া জনপ্রতি ১৮৫০ টাকা। পাঁচ থেকে দশ বছর বয়সি শিশুদের জন্য ভাড়া লাগবে ১২৫০ টাকা। পাঁচ বছরের নীচে শিশুরা বিনামূল্যেই ঠাকুর দেখতে পারবে। এই যাত্রায় যাত্রীদের জন্য থাকবে সকালের জলখাবার, মধ্যাহ্নভোজ ও বিকেলের চা-জলখাবারের ব্যবস্থা।

শহরতলি থেকে কলকাতা বাসে পরিক্রমা

এই প্যাকেজে থাকবে সপ্তমী ও নবমীর দিন শহরতলির বড় বড় পুজো প্যান্ডেল ঘুরে দেখার সুযোগ। এ ক্ষেত্রে এসি ও নন এসি-- দু'ধরনের বাসের সুবিধাই থাকবে।

১) নন এসি বাসে হাওড়া স্টেশন সংলগ্ন সিটিসি টার্মিনাস, টালিগঞ্জ ট্রাম ডিপো, বারাসত কলোনি মোড়, ব্যারাকপুর থেকে ভাড়া জন প্রতি ৪০০ টাকা এবং হাবড়া ডিপো থেকে ভাড়া জন প্রতি ৫০০ টাকা।

২) সপ্তমী ও নবমীর দিন বারাসত ও এসপ্ল্যানেড থেকে সকাল ৯টায় ছাড়বে এসি বিলাসবহুল বাস। বারাসত থেকে ভাড়া ১৮৫০ টাকা এবং এসপ্ল্যানেড থেকে জন প্রতি ভাড়া ১৭৫০ টাকা। এই যাত্রায় স্ন্যাক্স, চা/কফি ও দুপুরের খাবার পরিবেশন করা হবে।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

শহর থেকে দূরে গ্রাম বাংলার পুজো

ধান্যকুড়িয়া ও আড়বালিয়াতে পুজো দর্শন

কলকাতা থেকে ৭৫ কিমি দূরে বসিরহাট সংলগ্ন দুটি সম্পন্ন গ্রামের বনেদি বাড়ির পুজো দেখারও ব্যবস্থা রয়েছে। গ্রাম বাংলার পুজো দেখার জন্য এসি বাস ছাড়বে সকাল ৮টায় এসপ্ল্যানেড ট্রাম টার্মিনাস থেকে। যাত্রাপথে রাজারহাটের চিনার পার্ক থেকে যাত্রী তোলার ব্যবস্থা রয়েছে। জন প্রতি ভাড়া ১৮০০ টাকা৷ সকালের খাবার এবং দুপুরের ভোগ দেওয়া হবে। সপ্তমী, অষ্টমী ও নবমীর দিন এই পরিষেবা পাবেন যাত্রীরা।

কামারপুকুর-জয়রামবাটিতে পুজো দর্শন

বাসে জয়রামবাটি কামারপুকুরে পুজো দেখার ব্যবস্থাও করেছে পশ্চিমবঙ্গ পরিবহণ দফতর। এসপ্ল্যানেড থেকে অষ্টমীর দিন একটি বিলাসবহুল বাস ছাড়বে ভোর ৫টায়। এসপ্ল্যানেড ট্রাম অফিস, বাগবাজার বাটা ও ডানলপ মোড় থেকেও ওঠা যাবে। জয়রামবাটিতে পুজো দর্শনের পর ফিরতি পথে কামারপুকুরও দর্শন করানো হবে। জন প্রতি ৫৫০ টাকা ভাড়া। বাসে হালকা জলপান, চা বা কফি পরিবেশন করা হবে ।

অন্য বিষয়গুলি:

Durga Puja 2022 West Bengal Kolkata bus service
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy