নেপাল: পৃথিবীর সর্বোচ্চ ১০টি পর্বতশৃঙ্গের মধ্যে ৭টিই অবস্থিত নেপালে। কাজেই যাঁরা পাহাড় ভালবাসেন তাঁদের জন্য নেপাল হতে পারে আদর্শ গন্তব্য। তোপসে-ফেলুদা আর লালমোহনবাবুর মতো ঘুরে দেখতে পারেন কাঠমান্ডুর ক্যাসিনো কিংবা পশুপতিনাথের মন্দির। সড়কপথে যাওয়া গেলেও বিমানে নেপাল যাওয়াই বেশি সুবিধাজনক। ৫ দিনের নেপাল ভ্রমণের খরচ ২৫ হাজার টাকা থেকে শুরু।
তাইল্যান্ড: সমুদ্র সৈকত, পাহাড় কিংবা ইতিহাসে মোড়া প্রাচীন সব মন্দির। তাইল্যান্ডে দেখার জিনিসের শেষ নেই। একটু আগে থেকে কাটলে যাওয়া-আসার বিমানভাড়া পড়বে মাথাপিছু হাজার পনেরো। থাকা-খাওয়ার খরচ ভারতের যে কোনও পর্যটনস্থলের মতোই। দিন পাঁচেকের জন্য ব্যাঙ্কক-পাটায়া ঘুরে আসতে চাইলে মাথাপিছু তিরিশ হাজারের বেশি খরচ হওয়ার কথা নয়।
শ্রীলঙ্কা: বর্তমানে অস্থির রাজনৈতিক পরিস্থিতির মধ্যে থাকলেও পর্যটকদের পকেটের জন্য শ্রীলঙ্কা কিন্তু বেশ স্বাস্থ্যকর। কলকাতা থেকে যাওয়া-আসা মিলিয়ে শ্রীলঙ্কার বিমান খরচ শুরু হয় প্রায় ২০ হাজার টাকা থেকে। দিন প্রতি থাকা খাওয়ার খরচ কম বেশি দু-আড়াই হাজার টাকার মতো। কলম্বো, ক্যান্ডি ও গলে রয়েছে একাধিক মনোরম সমুদ্র সৈকত। ডামবুলার গুহা মন্দির, বিভিন্ন প্রাচীন বৌদ্ধ প্যাগোডা এখানকার অন্যতম আকর্ষণ।
সিঙ্গাপুর: সিঙ্গাপুরের সব কিছু কিন্তু সস্তা নয়। তবে এখানে সব বাজেটের পর্যটকদের জন্যই বিভিন্ন রকম থাকা-খাওয়ার ব্যবস্থা রয়েছে। সিঙ্গাপুর বোটানিক্যাল গার্ডেন, গার্ডেন্স বাই দ্য বে, অর্কিড উদ্যান, ক্লাউড ফরেস্ট ও হরেক রকমের পার্ক সিঙ্গাপুরের মূল আকর্ষণ। কলকাতা থেকে বিমান ভাড়া যাওয়া-আসা মিলিয়ে কুড়ি হাজার টাকা থেকে শুরু।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy