লেখা
নৃত্যশিল্প নিয়ে সে ভাবে কোনও ধারাবাহিক ছোট পর্দায় দেখা যায়নি। এই ডিসেম্বরে নতুন ধারাবাহিক ‘বিজয়িনী’ সেই অভাব পূরণ করতে চলেছে। ‘বিজয়িনী’ আসলে স্বপ্ন সত্যি হওয়ার গল্প। এক অল্পবয়সি মেয়ের স্বপ্ন, সে তার নাচের ফর্মকে সকলের সামনে প্রতিষ্ঠিত করবে। মেয়েটির নাম কেকা। সে স্ট্রিট ডান্সার। কিন্তু তার প্যাশনকে সমাজ ভাল চোখে দেখে না। একে তো সে মেয়ে, তার উপরে জনসমক্ষে নৃত্য পরিবেশন করে! কিন্তু মঞ্চে যে সমকালীন নাচ দেখা যায় তার সঙ্গে ভরতনাট্যমকে মিলিয়ে একটা নতুন আঙ্গিক তৈরি করে কেকা। সমাজের সঙ্গে লড়াই, নিজের পরিবারের পাশেও দাঁড়াতে হয় কেকাকে। দিনের বেলায় সে টোটো চালায়, রাতে নৃত্য পরিবেশন করে মঞ্চে। তার নাচকে ঘিরে যে সব ভ্রান্তি মানুষের মনে রয়েছে, সেগুলোকে কাটিয়ে কেকা কী ভাবে বিজয়ী হয়— সেটাই ধারাবাহিকের মূল বক্তব্য। কেকার চরিত্রটি করছেন নতুন অভিনেত্রী লেখা চট্টোপাধ্যায়। নতুন কনসেপ্টের সঙ্গে এক নতুন জুটিকেও দেখা যাবে ‘বিজয়িনী’তে। লেখার বিপরীতে অভিনয় করবেন ইমতিয়াজ় হক। তিনি ঋত্বিকের চরিত্র করছেন সিরিয়ালে। ঋত্বিকের মায়ের ভূমিকায় রয়েছেন অঞ্জনা বসু। তাঁর চরিত্রের নাম সুবর্ণা, যে আবার নামকরা ভরতনাট্যম শিল্পী। এবং এই ধারাবাহিকে খলচরিত্র সে-ই। এই চরিত্রদের ঘিরেই বিভিন্ন আবহে এগোবে ধারাবাহিকের গল্প।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy