সাত সমুদ্র পেরোনো বাংলার প্রাক্তন সাঁতারু বুলা চৌধুরীর হিন্দমোটরের বাড়ি থেকে বেশ কিছু সোনার পুরস্কার এবং গয়না চুরি হয়ে গেল। শনিবার এ ব্যাপারে উত্তরপাড়া থানায় অভিযোগ দায়ের করেছেন বুলা। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে। চুরি যাওয়া গয়না এবং পুরস্কারের খোঁজ চলছে। বুলা তাঁর স্বামী ও মেয়েকে নিয়ে কলকাতার কসবার ফ্ল্যাটে থাকেন। হিন্দমোটরের দেবাইপুকুরে তাঁদের দোতলা বাড়ি কার্যত ফাঁকাই পড়ে থাকে। মাঝেমধ্যে তাঁরা সেখানে আসেন। শনিবার ভোরে বুলার স্বামী সঞ্জীব চক্রবর্তী দেবাইপুকুরে গিয়ে দেখেন, সদর দরজা ভাঙা। একতলা এবং দোতলার ঘর লন্ডভন্ড। খবর পেয়ে বুলাও চলে আসেন। বুলা জানান, শুধুমাত্র দোতলার বেডরুম তালাবন্ধ থাকত। দরজা ভেঙে ওই ঘরে ঢোকে দুষ্কৃতীরা। আলমারি ভেঙে গয়না হাতায়। মুম্বইতে সাঁতার কেটে পাওয়া সোনার কয়েন, বেশ কয়েক বছর আগে রাজ্য সরকারের কাছ থেকে পাওয়া সোনার মুকুট, সোনার চেন-সহ বেশ কয়েকটি পুরস্কার নিয়ে গিয়েছে দুষ্কৃতীরা। এ ছাড়াও, ছেলে-মেয়ের গোটা ত্রিশেক আংটি, তাঁর নিজের কিছু গয়নাও চুরি হয়েছে বলে অভিযোগ বুলার। এক তলায় ড্রয়িংরুমে ঠাসা পদক রয়েছে। সেগুলি অবশ্য দুষ্কৃতীরা নেয়নি। সেখানেও যে সোনার পদক ছিল, সম্ভবত জানা ছিল না দুষ্কৃতীদের। বুলা বলেন, “বেছে বেছে সোনার জিনিস নিয়ে গিয়েছে ওরা। যে ভাবে দরজা-আলমারি ভেঙেছে, সাংঘাতিক! আমরা ঘরে থাকলে কী হত কে জানে!” খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। কিন্তু প্রশ্ন উঠেছে, ফাঁকা বাড়িতে ঝুঁকি নিয়ে কেন এত সোনা রেখে দিয়েছিলেন বুলারা?
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy