Advertisement
০৫ নভেম্বর ২০২৪

আর্সেনাল যেতে চান কাসিয়াস, ফুরফুরে ম্যান ইউ

ইঙ্গিতটা ক্লাবের তরফে আগেই ছিল। কোস্টারিকার কেলর নাভাসের সই করার পর। ইকের কাসিয়াস তখনই হয়তো প্রমাদ গুনেছিলেন। স্প্যানিশ ক্লাবে তাঁর মেয়াদ ফুরিয়েছে। একেই দিয়েগো লোপেজ আছেন। তার উপর নাভাস আসায় নতুন মরসুমে রিয়াল মাদ্রিদের গোলের নীচে দাঁড়ানোর সম্ভাবনা আরও ক্ষীণ হয়ে আসছে। তাই হয়তো ক্লাবকে ‘ফ্রি ট্রান্সফার’ দেওয়ার অনুরোধ জানিয়েছেন ৩৩ বছর বয়সি স্প্যানিশ তারকা। যাতে আর্সেনালে যেতে পারেন।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২০ জুলাই ২০১৪ ০৩:০৭
Share: Save:

ইঙ্গিতটা ক্লাবের তরফে আগেই ছিল। কোস্টারিকার কেলর নাভাসের সই করার পর। ইকের কাসিয়াস তখনই হয়তো প্রমাদ গুনেছিলেন। স্প্যানিশ ক্লাবে তাঁর মেয়াদ ফুরিয়েছে। একেই দিয়েগো লোপেজ আছেন। তার উপর নাভাস আসায় নতুন মরসুমে রিয়াল মাদ্রিদের গোলের নীচে দাঁড়ানোর সম্ভাবনা আরও ক্ষীণ হয়ে আসছে। তাই হয়তো ক্লাবকে ‘ফ্রি ট্রান্সফার’ দেওয়ার অনুরোধ জানিয়েছেন ৩৩ বছর বয়সি স্প্যানিশ তারকা। যাতে আর্সেনালে যেতে পারেন।

বের্নাবাও-তে কাসিয়াস একটা প্রতিষ্ঠান। কিন্তু চোট আর খারাপ ফর্মের ধাক্কায় এক নম্বর জার্সিটা দু’মরসুম আগেই লোপেজের কাছে হারিয়েছেন কাসিয়াস। রিয়ালের প্রথম গোলকিপারেরর দায়িত্ব লোপেজই সামলান। তার উপর এ বার বিশ্বকাপে স্প্যানিশ দুর্গ রক্ষার দায়িত্ব কাসিয়াসের উপরই ছিল। কোনও সন্দেহ নেই দায়িত্বটা সামলাতে ব্যর্থ তিনি। উল্টে তাঁর ভুলে গোল হজম করতে হয়েছে টিমকে। এই কারণেই হয়তো স্পেন ছেড়ে ইপিএলে পাড়ি জমাতে চান কাসিয়াস।

আর্সেনালও বোধহয় এই সুযোগের অপেক্ষাতেই ছিল। কাসিয়াসের দিকে নজর তাঁদের বহু দিনের। গত মরসুমেও স্প্যানিশ গোলকিপারের সঙ্গে আর্সেন ওয়েঙ্গারের দল বারবার যোগাযোগ করেছিল। তাই এমন সুযোগ তারা ছাড়তে চায়নি। একটাই সমস্যা হতে পারে কলম্বিয়ার গোলকিপার ডেভিড অসপিনাকে নিয়ে। ৩২ লক্ষ পাউন্ডে অসপিনাকে সই করানোর কথা আগেই জানিয়েছিল মেসুট ওজিলের ক্লাব। তবে অসপিনা থাকলেও কাসিয়াসের মাঠে নামার সম্ভাবনা একদম নেই, সেটা বলা যাবে না।

ইপিএলের আরেক ক্লাব ম্যাঞ্চেস্টার ইউনাইটেড আবার প্রাক্-মরসুম প্রস্তুতি শুরু করে দিল। ম্যান ইউ-র নতুন কোচ লুই ফান গল ২৫ জনের টিমকে নিয়ে শুক্রবার রাতে পৌঁছন লস অ্যাঞ্জেলিস। ওয়েন রুনিরা সোজা সান্তা মোনিকা বিচে যান। ‘ক্লাব স্যুটে’ থাকলেও দাভিদ দি গিয়া, খুয়ান মাতাদের বেশ ফুরফুরে লাগছিল। মাতারা চার্টার্ড ফ্লাইটের সেলফিও পোস্ট করেন সোশ্যাল নেটওয়ার্কে। ‘রেড ডেভিলস’রা চারটি প্রস্তুতি ম্যাচ খেলবেন যুক্তরাষ্ট্রে। যার মধ্যে ডেভিড বেকহ্যামের প্রাক্তন ক্লাব লস অ্যাঞ্জিলেস গ্যালাক্সিও আছে। তবে বিশ্বকাপের পর ছুটি কাটানোর এই প্রস্তুতি সফরে নেই ফান পার্সি, জেভিয়ার হার্নান্দেজ, ফেলাইনিরা। ম্যান ইউ-র দায়িত্ব নেওয়ার পরই ফান গল জানিয়ে দিয়েছিলেন আগামী তিন-চার সপ্তাহ তিনি প্লেয়ারদের খুঁটিনাটি দেখে নেওয়ার পিছনে পড়ে থাকবেন।

অন্য বিষয়গুলি:

arsenal casiyas man u
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE